বাংলা নিউজ > ময়দান > PAK vs AUS: ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত নজির, কিংবদন্তি ইমরান খানের রেকর্ড ভাঙলেন বাবর আজম

PAK vs AUS: ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত নজির, কিংবদন্তি ইমরান খানের রেকর্ড ভাঙলেন বাবর আজম

বাবর আজম। ছবি- রয়টার্স (REUTERS)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত শতরানের সুবাদে বাবর পিছনে ফেললেন আজহার-ইনজামাম-আফ্রিদিদের।

রীতিমতো রেকর্ডের ছড়াছড়ি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম দু'টি ম্যাচে ব্যাট হাতে বেশ কয়েকটি ব্যক্তিগত নজির গড়েন বাবর আজম। সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়কোচিত শতরান করার পথে বাবর কিংবদন্তি ইমরান খানের একটি অনবদ্য রেকর্ড ভেঙে দেন।

প্রথমত, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পথে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান বাবর।

দ্বিতীয়ত, সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে সব থেকে কম ইনিংসে ওয়ান ডে ক্রিকেটে ১৫টি শতরান করার বিশ্বরেকর্ড গড়েন বাবর।

তৃতীয়ত, দ্বিতীয় ম্যাচে শতরান করার পথে ইমরানকে টপকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি রানের ওয়ান ডে ইনিংস খেলার নজির গড়েন বাবর।

এতদিন পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি রানের ওয়ান ডে ইনিংসের রেকর্ড ছিল ইমরানের নামে। ১৯৯০ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দিতে নেমে ৮২ রান করেছিলেন ইমরান। লাহোরে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে বাবর পিছনে ফেললেন প্রাক্তন অধিনায়ককে। সুতরাং, পাকিস্তানের প্রথম ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সেঞ্চুরি করেন বাবর।

এছাড়া পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ৪টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন বাবর। এতদিন এই রেকর্ড ছিল আজহার আলির দখলে। তিনি পাকিস্তানকে নেতৃত্ব দিতে নেমে ৩টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন। ইনজামাম ও আফ্রিদি ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে করেছেন ২টি করে শতরান।

বন্ধ করুন