রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার জেরে রাওয়ালপিণ্ডি থেকে সরে গেল পাকিস্তানের ম্যাচ। পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলা হবে লাহোরে।
আগামী ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল রাওয়ালপিণ্ডিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। তারপর আগামী ৫ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচও হওয়ার কথা ছিল। দেশের রাজনৈতিক সংকটের মুখেও ভেন্যু পালটাতে রাজি ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংশ্লিষ্ট মহলের ধারণা ছিল, এমনিতেই দীর্ঘদিন পর কোনও হাইপ্রোফাইল দল পাকিস্তানে এসেছে। তাতেও ভেন্যু পালটে দিলে বিশ্বের কাছে বিরূপ বার্তা যেতে পারে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বাধ্য হয়ে রাওয়ালপিণ্ডি থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করেন পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ। তবে ম্যাচের তারিখও পালটে যাবে কিনা, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এমনিতে আপাতত তৃতীয় টেস্ট খেলতে লাহোরে আছে অস্ট্রেলিয়া। যে ম্যাচ শুরু হবে আগামী ২১ মার্চ থেকে। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টও খেলা হয়েছিল। কিন্তু তারপর থেকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পালটে গিয়েছে। সংসদে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে। আগামী ২৮ মার্চ তা নিয়ে ভোটাভুটি হতে পবারে। সেই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন খোদ ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের কমপক্ষে ১০ জন সাংসদ। সেই পরিস্থিতিতে ২৭ মার্চ ইসলামাবাদের ডি চকে ১০ লাখ মানুষের মিছিলের ডাক দিয়েছে ইমরানের দল। তার চারদিন আগে বিরোধী দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টও ইসলামাবাদের ডি চকে জমায়েতের ডাক দিয়েছে। যে এলাকার খুবই কাছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের থাকার কথা ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।