
PSL 2022: বোলার হিসাবে বিশ্ব মাতিয়ে এবার রশিদ খানদের অধিনায়কের দায়িত্বে শাহিন আফ্রিদি
১ মিনিটে পড়ুন . Updated: 20 Dec 2021, 07:21 PM IST- লাহোর ফ্রাঞ্চাইজির অষ্টম অধিনায়ক হতে চলেছেন শাহিন।
বর্তমানে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে তাঁর দক্ষতা সকলেই চাক্ষুষ করেছেন। এবার প্রথমবার অধিনায়ক শাহিন আফ্রিদির দেখা পেতে চলেছে ক্রিকেটবিশ্ব। আসন্ন পাকিস্তান সুপার লিগ মরশুমে লাহোর কালান্দার্সের অধিনায়ক নির্বাচিত হলেন শাহিন।
পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তম দলগুলির একটা লাহোর। একাধিক বড় বড় তারকা লাহোরের হয়ে অতীতে খেলেছেন। তবে ডোয়েন ব্র্যাভো, মহম্মদ হাফিজ, ব্রেন্ডন ম্যাকালামের মতো তারকারা দলকে নেতৃত্ব দিয়েও সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন। এবার ফ্রাঞ্চাইজির অষ্টম অধিনায়ক হিসেবে পাকিস্তান জাতীয় দলের তরুণ ফাস্ট বোলারের নাম ঘোষণা করে ভাগ্য বদলের আশায় লাহোর। সোমবারই (২০ ডিসেম্বর) অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় ফ্রাঞ্চাইজির তরফে।
বিগত দুই বছর দলের অধিনায়কত্ব করার পর আসন্ন মরশুমে শোহেল আখতার দলে থাকলেও তাঁর বদলে শাহিনকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। শাহিনের দলে রশিদ খান, হ্যারিস রউফের পাশপাশি ফখর জামান, মহম্মদ হাফিজের মতো অভিজ্ঞ খেলোয়াড় তথা ফ্রাঞ্চাইজির প্রাক্তন অধিনায়করাও রয়েছেন। তারকাদের ভিড়ে মেগা টুর্নামেন্টে শাহিন কী ঊাবে নিজের বোলিংয়ের পাশপাশি অধিনায়কের দায়িত্ব সামলান, এখন সেটাই দেখার।