বাংলা নিউজ > ময়দান > ‘ব্যাজবল’ নিয়ে হাসাহাসি দ্রাবিড়দের! ইংল্যান্ডে হারের পর ভাইরাল রাহুলের উত্তর

‘ব্যাজবল’ নিয়ে হাসাহাসি দ্রাবিড়দের! ইংল্যান্ডে হারের পর ভাইরাল রাহুলের উত্তর

IND vs ENG: এজবাস্টনে হারের পর সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড়। (ছবি সৌজন্যে এএনআই)

IND vs ENG: ‘ব্যাজবল’ তত্ত্ব নিয়ে রীতিমতো হইচই চলছে। ব্রেন্ডন ম্যাককালামের দর্শনে এখনও পর্যন্ত টেস্টে ১০০ শতাংশ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।

শেষ কয়েক সপ্তাহে টেস্টে ‘ব্যাজবল’ তত্ত্ব নিয়ে তুমুল হইচই চলছে। এজবাস্টন টেস্টের পর সেই ‘ব্যাজবল’ তত্ত্ব নিয়ে রাহুল দ্রাবিড়ের দিকে প্রশ্ন ধেয়ে আসে। তাতে ভারতীয় দলের হেড কোচ এমন উত্তর দিলেন যে হাসিতে ফেটে পড়লেন সাংবাদিকরা। সেইসঙ্গে রাহুলের প্রতিক্রিয়াও ভাইরাল হয়ে গিয়েছে।

মঙ্গলবার এজবাস্টনে ভারতের হার সাংবাদিক বৈঠকে ‘ব্যাজবল’ (ব্রেন্ডন ম্যাককালামের উপর) নিয়ে প্রশ্নের মুখে পড়েন দ্রাবিড়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘ব্যাজবল নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ কেউ বলছেন, এই দর্শনে ক্রিকেট পুরোপুরি পালটে যাবে। কোচ হিসেবে ব্যাজবল নিয়ে আপনার কি মত?’ সেই প্রশ্নের জবাবে হেসে দ্রাবিড় বলেন, ‘ওটা কী বিষয়, ঠিক জানি না।’ সেই উত্তর শুনেই সাংবাদিকরা হেসে ফেলেন।

আরও পড়ুন: IND vs ENG: 'এত ক্রিকেট যে ভুলভ্রান্তি পর্যালোচনার সময়ই হচ্ছে না', ম্যাচ হেরে বললেন দ্রাবিড়

আরও পড়ুন: স্লো-ওভার রেটের জেরে দুই পয়েন্ট কাটা, WTC-তে পাকিস্তানের নিচে নেমে গেল ভারত 

তারপর অবশ্য দ্রাবিড় বলেন, 'আমি অবশ্যই বলব, শেষ চারটি টেস্টে ওরা (ইংল্যান্ড) যে ধরণের ক্রিকেট খেলছে, সেটা খুব ভালো। রান তাড়া করার ক্ষেত্রে ওরা ভালো খেলছে। বিশেষত ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে রান তাড়া করা সহজ নয়। তবে কোনও দল কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে, তার অনেকটাই দলের খেলোয়াড়দের উপর এবং তাঁরা কীরকম ফর্মে আছেন, সেটার উপর নির্ভর করে। যখন খেলোয়াড়রা ভালো ফর্মে থাকেন, যে কোনও দলকে অনেক বেশি ইতিবাচক দেখায়।' সেইসঙ্গে দ্রাবিড় জানান, ইংল্যান্ড যেভাবে খেলছে, তা ক্রিকেটের জন্যও ভালো।

বন্ধ করুন