চণ্ডীগড়ের বিরুদ্ধে এ বার জয়ের গন্ধ পেতে শুরু করেছে বাংলা। তার জন্য আর ৮ উইকেট চাই। রবিবার গোটা দিনটা পাবে বাংলা। এই ম্যাচ চণ্ডীগড়ের পক্ষে জেতাটা কার্যত অসম্ভব। কারণ একদিনে ৩৯৯ রান তাড়া করে তোলাটা মোটেও সহজ হবে না। যেখানে ইতিমধ্যে তারা ২ উইকেট হারিয়ে বসে রয়েছে। সেখানে বাংলার পক্ষে বরং গোটা একটা দিনে ৮ উইকেট ফেলাটা অনেক সহজ হবে।
প্রথম ইনিংসে বাংলার ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০৬ রানেই অলআউট হয়ে যায় চণ্ডীগড়। শনিবার তৃতীয় দিনে ৬ উইকেটে ১৩৩ রানে খেলা শুরু করে চণ্ডীগড়। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তারা অলআউট হয়ে যায়। শেষ চারটি উইকেটের মধ্যে ইশান পোড়েল ২টি এবং মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন।
তৃতীয় দিনের চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন মুকেশ কুমার। তাঁর বলে গৌরব গম্ভীর (১৩) এলবিডব্লিউ হন। এর পর অঙ্কিত কৌশিক এবং জাসকরণদীপ সিংহ অষ্টম উইকেটে ৫৭ রান যোগ করেন। তবে এই জুটি ভাঙেন ইশান। তাঁর বলে কট বিহাইন্ড হন কৌশিক (৬৩)। সেই ওভারেই ইশান তুলে নেন শ্রেষ্ঠ নির্মোহির (০) উইকেটও। পরের ওভারে জাসকরণদীপকে (৩১) ফেরান শাহবাজ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় বাংলা। ১৮ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে তারা। অভিমন্যু ঈশ্বরণ আউট হন ১৪ করে। এর পর একের পর এক উইকেট তারা হারাতে থাকে। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলা। ঋত্বিক রায় চৌধুরী ৬ করে আউট হন। সুদীপ ঘরামি আউট হন মাত্র ১৩ রান করে। মন্ত্রীমশাইও ফের ব্যর্থ। মনোজ তিওয়ারিও আউট হন ১৩ করে। দলের হাল ধরার চেষ্টা করেন অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলরা। অনুষ্টুপ ৪৩ করে আউট হন। অভিষেকের সংগ্রহ ৩৮ রান। এ ছাড়াও ৩২ রান করেন শাহবাজ আহমেদ। ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। মোট ৪১২ রানে এগিয়ে থেকেই ডিক্লেয়ার করেছে বাংলা।
রান তাড়া করতে নেমে আবার ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে চণ্ডীগড়। মুকেশ কুমার এবং ইশান পোড়েল ১টি করে উইকেট নিয়েছেন। আরসলান খান ৪ রান করে আউট হয়েছেন। ১০ করে প্যাভিলিয়নে ফিরেছেন হরনুর সিং। এখন চণ্ডীগড়ের হাতে ৮ উইকেট আছে। তারা ম্যাচ জিততে না পারলেও ড্র কি করতে পারবে? চলছে জল্পনা। তবে বাংলা শিবিরে ইতিমধ্যেই জয়ের গন্ধ ঢুকে পড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।