দিনকয়েক আগে সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যু হয়েছিল। শেষকৃত্য সম্পন্ন করে রঞ্জি ট্রফিতে শতরান করেছিলেন। সেই ম্যাচের মধ্যেই রবিবার সকালে বাবার মৃত্যুর খবর পেলেন বরোদার খেলোয়াড় বিষ্ণু সোলাঙ্কি।
ভুবনেশ্বরে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান করেছিলেন বরোদার ব্যাটার। পাঁচ নম্বরে নেমে ১৬৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন। শতরানের পর হেলমেট খুলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। আকাশের দিকে তাকিয়ে নিজের সদ্যোজাত কন্যাসন্তানের উদ্দেশে সম্ভবত কিছু বলছিলেন। তারপর হাত দিয়ে নিজের সন্তানকে দেখান। সেইসময় ড্রেসিংরুম থেকে হাততালি দিচ্ছিলেন বরোদার সতীর্থরা।
সেই ইনিংসের পর বিষ্ণুর মানসিক দৃঢ়তার প্রশংসা করেছিলেন ক্রিকেটার থেকে নেটিজেনরা। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাট্টানগাডি বলেছিলেন, 'একজন ক্রিকেটারদের কথা এটা। যিনি দিনকয়েক আগেই নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে হারিয়েছেন। শেষকৃত্য সেরে নিজের দল বরোদার হয়ে খেলতে আসেন। শতরান করলেন। তাঁর নামে হয়ত সোশ্যাল মিডিয়ায় লাইক পড়বে না। কিন্তু আমার কাছে বিষ্ণু সোলাঙ্কি হলেন সত্যিকারের নায়ক। সত্যিকারের অনুপ্রেরণা।'
তারইমধ্যে রবিবার সকালে বাবার মৃত্যুর খবর পান বিষ্ণু। আজই ছিল ম্যাচের শেষদিন। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২৯ বছরের বিষ্ণু পরিবারকে জানান যে চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়ে গেলে বাড়ি ফিরবেন। যে ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তারইমধ্যে বিষ্ণু যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তাতে সেলাম জানিয়েছেন সকলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।