শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া আইপিএল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট সবক্ষেত্রেই একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন দীপক হুডা। ফলস্বরূপ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে জায়গাও করে নেন তিনি। পাশাপাশি সঞ্জু স্যামসন মাঝে মাঝে ভারতীয় দলে সুযোগ পেলেও তার ট্যালেন্টের প্রতি সুবিচার করতে পারেননি। তবে সবটাই যেন বদলে গেল ডাবলিনে ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ তে। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার নজির গড়লেন সঞ্জু স্যামসন এবং দীপক হুডা।
প্রসঙ্গত তারা ভেঙে দিলেন কেএল রাহুল এবং রোহিত শর্মার করা রেকর্ডকে। ২০১৭ সালে লঙ্কানদের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন রাহুল-রোহিত জুটি। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা দল। সেদিন জুটিতে ১৬৫ রান করেছিলেন রাহুল-রোহিত। আর এদিন ডাবলিনে আয়ারল্যান্ড দলের বিরুদ্ধে ভারতের হয়ে দ্বিতীয় উইকেটে ১৭৬ রানের পার্টনারশিপ গড়লেন সঞ্জু-হুডা জুটি। আইরিশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল এই জুটি। অফ সাইড হোক বা অন সাইড দুই সাইডেই চলল সমানতালে রান করা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভাল হয়নি। অ্যাডেয়ারের বলে ইশান কিশান মাত্র ৩ রানে আউট হন। তারপরেও ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২২৭ রান। যার পিছনে সবথেকে বড় অবদান সঞ্জু-হুডা জুটির। ১৩ রানে প্রথম উইকেট পড়ার পরে ভারত তাদের দ্বিতীয় উইকেট হারায় ১৮৯ রানে। ৪২ বলে ৯ টি চার এবং ৪ টি ছয়ে ৭৭ রান করেন সঞ্জু স্যামসন। ৫৭ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন হুডা। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৬টি ছয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।