বাংলা নিউজ > ময়দান > আনকোরা অজি ক্রিকেটারের জন্য হুড়োহুড়ি পড়বে আইপিএল নিলামে, মনে করেন অশ্বিন

আনকোরা অজি ক্রিকেটারের জন্য হুড়োহুড়ি পড়বে আইপিএল নিলামে, মনে করেন অশ্বিন

আনকোরা অজি ক্রিকেটারের জন্য হুড়োহুড়ি পড়বে আইপিএল নিলামে, মনে করেন অশ্বিন। ছবি টুইটার

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ভারতের সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন জানিয়েছেন ‘অনেকেই ভেবেছিল ও (গ্রীন) ওয়ানডে ক্রিকেটার হিসেবে কেমন হবে?’

শুভব্রত মুখার্জি: আসন্ন আইপিএলের মরশুমে এক নবীন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের প্রতি ঝাঁপাতে পারে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো। এই নবীন ক্রিকেটার হলেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন। সম্প্রতি বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তিনি‌।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ভারতের সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন জানিয়েছেন 'অনেকেই ভেবেছিল ও (গ্রীন) ওয়ানডে ক্রিকেটার হিসেবে কেমন হবে? এই ভাবনা যখন তাদের মাথাতে এসেছিল তখনই ও দেখিয়ে দিয়েছে ওর বড় হিট করার ক্ষমতা। এই মুহূর্তে ও বেশ বড় বড় ছয় হাঁকাচ্ছে অনায়াসেই। স্পিনারদের বিরুদ্ধে সুইপ শটও খেলতে পারে ও। ওর হাতে বেশ বড় বড় শট রয়েছে। লম্বা পেস বোলার হওয়াতেও ওর সুবিধা রয়েছে।'

এরপরেই অশ্বিন যোগ করেন 'আইপিএলের কয়েকটি দল ওকে পাওয়ারপ্লেতে ব্যবহার করার চিন্তা ভাবনা করবে বলেই মনে হয়। ফলে এবারের নিলামে ওকে দলে পেতে ঝাপাতে পারে বেশ কয়েকটি দল। যদি না ও (গ্রীন) নিজে থেকে নাম প্রত্যাহার করে তাহলে ওকে নিয়ে লড়াই হবেই। আমি নিশ্চিত ওকে পেতে কয়েকটি দল এবার নিজেদের বাজেটকেও ছাপিয়ে যেতে পারে।'

২০২৩ আইপিএলে বেশ কিছু দলের বেশ কিছু জায়গা ফাঁকা হতে চলেছে। কারণ বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজির তরফে নেওয়া হয়েছে। ২০২০ সালেই অজি দলের হয়ে অভিষেক হয়েছে ক্যামেরুন গ্রীনের। ইতিমধ্যেই ১৪টি টেস্ট খেলা হয়ে গিয়েছে তার। ১২টি ওয়ানডে, ১টি টি-২০ ইতিমধ্যেই খেলে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেস্টে ৭২৩, ওয়ানডেতে ২৭০ এবং টি-২০তে ২ রান করে ফেলেছেন তিনি। পাশাপাশি ইতিমধ্যেই তিনি ২৯টি উইকেটও পেয়েছেন তিনি। ২৩ বছর বয়সি এই অলরাউন্ডার সদ্য শেষ হওয়া চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন।

বন্ধ করুন