অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাজবল থিয়োরি একেবারে ফ্লপ হয়েছে। এই নিয়ে তীব্র সমালোচনাও চলেছে। তবে ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম মোটেও এই সমালোচনায় পাত্তা দিচ্ছেন না। বরং তিনি এখনও বলে চলেছেন, ব্যাজবল দারুণ বিষয়। আর তারা এই স্টাইলেই খেলা চালিয়ে যাবেন। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক পাশাপাশি বলেছেন যে, ইংল্যান্ডের প্রচেষ্টার কোনও ত্রুটি ছিল না। এবং তাঁর আশা, পরের ম্যাচে পুরো আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ড খেলতে নামবে।
এজবাস্টনে চতুর্থ ইনিংসে ২৮১ রান তাড়া করতে গিয়ে, ৫৪ রান বাকি থাকতে অস্ট্রেলিয়া আট উইকেট হারিয়ে বসেছিল। তার পরেও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় অজিরা। প্যাট কামিন্স এবং নাথান লিয়ন তাঁদের স্নায়ুর চাপ ধরে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
আরও পড়ুন: 2024 T20 WC-এর জন্য বদলাতে হবে ভারতীয় ব্যাটিং অর্ডার, কোথায় ফাঁক ভরাট করা হবে?
দুই উইকেটে হারের পর ম্যাকালাম বলেছিলেন যে, ইংল্যান্ড টিমের পারফরম্যান্স নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। এবং তিনি জানিয়ে দিয়েছেন, লর্ডসে ইংল্যান্ড আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
বিবিসি-র উদ্ধৃতি অনুসারে ম্যাকালাম বলেছেন, ‘আমি নিশ্চিত যে, ওরা নিজেদের স্ট্র্যাটেজিতেই আটকে থাকবে। আমরা শক্তিশালী হয়েই প্রত্যাবর্তন করব। আমরা যে ভাবে খেলেছি, সেটা আমাদের খেলার স্টাইলকে বৈধতা দিয়েছে। ছেলেরা তাদের প্রচেষ্টার জন্য গর্বিত এবং আমি নিশ্চিত যে, আমরা অনেক আত্মবিশ্বাসের নিয়েই লর্ডসে খেলতে নামব।’
প্রথম দিনই ৭৮ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৯৩ করে ডিক্লেয়ার করে দেয়। জো রুট অপরাজিত ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। বেন স্টোকস অবশ্য ম্যাচের পর বলেছিলেন যে, তিনি এতে মোটেও অনুশোচনা করছেন না।
ম্যাকালাম স্বীকার করে নেন যে, যদি ভাগ্য ইংল্যান্ডের পক্ষে থাকত, তবে পরিস্থিতি অন্যরকম হতে পারত। ৪১ বছর বয়সী তারকা যোগ করেছেন, ‘আমরা সব সময়ে খেলাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাই। আমরা এমন সুযোগগুলিকে কাজে লাগাতে চাই, যেখানে আমরা মনে করি যে, প্রতিপক্ষ দলকে চাপে রাখতে পারি। স্পষ্টতই, আপনি খেলাটি জিততে চান। আমরা যদি পিচ একটু হলেও সবুজ পেতাম, তবে হয়তো অন্য রকম ফল হত।’
বুধবার (২৮ জুন) থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রসঙ্গত, ইংল্যান্ড যবে থেকে ব্যাজবল ক্রিকেট খেলছে, তবে থেকে তারা কোনও সিরিজ হারেনি। আর তাই লর্ডসে সিরিজ সমতা ফেরাতে মরিয়া থাকবে ব্রিটিশরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।