ক্রিকেট মাঠে পুষ্পার ঝলক নতুন কিছু নয়। উপমহাদেশের বাইশগজে সাফল্যের পরে আল্লু অর্জুনের স্টাইলে ক্রিকেটারদের পুষ্পা সেলিব্রেশন রীতিমতো ভাইরাল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কায় বহু ক্রিকেটারকেই পুষ্পা জ্বরে কাবু দেখিয়েছে। শাকিব আল হাসান, বিরাট কোহলি, রশিদ খান, ডেভিড ওয়ার্নারের মতো মহাতারকারাও পুষ্পা সেলিব্রেশনের ঝলক দেখিয়েছেন। এবার পুষ্পা ঝড় আছড়ে পড়ল বিলেতেও। সৌজন্যে, পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির।
কাউন্টি চ্যাম্পিয়শিপে গ্লাস্টারশায়ারের হয়ে মাঠে নেমেছেন আমির। তবে ভাইটালিটি ব্লাস্টের মাঝপথে গ্লস্টারশায়ার সংক্ষিপ্ত ফর্ম্যাটের জন্য দলে নেয় পাক তারকাকে। সামারসেটের বিরুদ্ধে চলতি টি-২০ ব্লাস্টে প্রথমবার মাঠে নামেন পাক পেসার। টুর্নামেন্টে নিজের প্রথম উইকেট নেওয়ার পরেই আল্লু অর্জুনের ঢংয়ে সেলিব্রেট করেত দেখা যায় আমিরকে। গ্লস্টারশায়ার আমিরের পুষ্পা সেলিব্রেশনের সেই ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- Vitality Blast: পাক সতীর্থর লড়াই ব্যর্থ করে ডার্বিশায়ারকে জেতালেন শান মাসুদ
শুক্রবার টনটনে সামারসেটের বিরুদ্ধে টি-২০ ব্লাস্টের ম্যাচে মাঠে নামে গ্লস্টারশায়ার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সামারসেট। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তোলে। ম্যাচের প্রথম ওভারেই উইল স্মিডের উইকেট তুলে নেন আমির। তার পরেই তাঁকে পুষ্পা সেলিব্রশেন মাততে দেখা যায়। পরে বেন গ্রিনকেও আউট করেন আমির। তিনি ৪ ওভারে ১টি মেডেন-সহ ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
আরও পড়ুন:- T20 ম্যাচে উঠল ৪৭৭ রান, ১৯ বলে হাফ-সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না রিজওয়ান: ভিডিয়ো
পালটা ব্যাট করতে নেমে গ্লাস্টারশায়ার ৮ উইকেটে ১৭৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে সামারসেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।