ক্রিকেটের ময়দানে সর্বকালের দুই সেরাদের মধ্যে গণ্য করা হয় সচিন তেন্ডুলকর ও শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে ১৯৯২ সালে মাঠে নেমেছিলেন শেন ওয়ার্ন। সেই প্রথম সচিনের বিরুদ্ধে বল করা শেন ওয়ার্নের... ‘ভুল’। ফ্যাক্ট চেক: সেই টেস্ট ম্যাচের প্রায় এক মাস আগে ভারতীয় একাদশ বনাম পিএম একাদশের প্রস্তুতি ম্যাচে সচিনকে সর্বপ্রথমবার বল করেছিলেন ওয়ার্ন। নিজের ক্যারিয়ারে সচিন তেন্ডুলকর বহুবার শেন ওয়ার্নকে মাঠের বাইরে পাঠিয়েছিলেন। শেন ওয়ার্ন নিজেও মেনে নিয়েছিলেন যে সচিনকে বল করা তাঁর কাছে দুঃস্বপ্নের মতো ছিল। তবে প্রথম দেখাতে কিন্তু সচিন বুঝতেই পারেননি শেন ওয়ার্নের বল।
হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তি স্পিনার ওয়ার্ন। ময়দানে তীব্র প্রতিদ্বন্দ্বী হলেও, মাঠের বাইরে ওয়ার্ন ও সচিনের, একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল চোখে পড়ার মতো। অবসরের পরেও বিভিন্ন লেজেন্ডস ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন ওয়ার্ন ও সচিন। জীবনের শেষ বলে ফের একবার বন্ধু সচিনকে স্তম্ভিত করে দিয়ে যান শেন ওয়ার্ন।
ওয়ার্নের অকাল প্রয়াণে এক সোশ্যাল মিডিয়া বার্তায় সচিন তেন্ডুলকর লেখেন, ‘বিস্মিত, হতভম্ব এবং শোকার্ত। তোমাকে মিস করব ওয়ার্নি। তুমি থাকলে মাঠ হোক বা মাঠের বাইরে, কোনো সময়ই কোনো মুহূর্ত নীরস ছিল না। আমি সারাজীবন মাঠের মধ্যে আমাদের লড়াই এবং মাঠের বাইরে আমাদের খুনসুটি মনে রাখব। তোমার হৃদয়ে সবসময়ই ভারতের জন্য জায়গা ছিল এবং ভারতবাসীর মনেও সর্বদা তোমার জন্য আলাদা স্থান রয়েছে। খুব তাড়াতাড়ি চলে গেলে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।