বাংলা নিউজ > ময়দান > ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, গুনাতিলকার জামিনের শর্ত শিথিল করল সিডনি কোর্ট

ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, গুনাতিলকার জামিনের শর্ত শিথিল করল সিডনি কোর্ট

গুনাতিলকার জামিনের শর্ত শিথিল করল সিডনি কোর্ট

জামিনে মুক্তি পেয়ে কিছুটা স্বস্তি পেলেও তাঁর উপর একাধিক বিধিনিষেধ চাপানো ছিল সিডনি কোর্টের তরফে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও তিনি ব্যবহার করতে পারবেন না কোন ডেটিং অ্যাপ। এমনকি রাতে তাঁর বাড়ির বাইরে বেরনোর প্রতিও রয়েছিল নিষেধাজ্ঞা! এই দুটি শর্ত এবার কিছুটা শিথিল করে দিল সিডনি কোর্ট।

শুভব্রত মুখার্জি: গত বছরের নভেম্বর মাসেই ধর্ষণের মত অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কার ৩১ বছর বয়সি তারকা ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকার বিরুদ্ধে। ২৯ বছর বয়সি এক মহিলা অভিযোগ করেছিলেন ধর্ষনের। তাঁর পরিপ্রেক্ষিতেই জেলে যেতে হয়েছিল তারকা ক্রিকেটারক। জামিনে মুক্তি পেয়ে কিছুটা স্বস্তি পেলেও তাঁর উপর একাধিক বিধিনিষেধ চাপানো ছিল সিডনি কোর্টের তরফে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও তিনি ব্যবহার করতে পারবেন না কোন ডেটিং অ্যাপ। এমনকি রাতে তাঁর বাড়ির বাইরে বেরনোর প্রতিও রয়েছিল নিষেধাজ্ঞা! এই দুটি শর্ত এবার কিছুটা শিথিল করে দিল সিডনি কোর্ট।

আরও পড়ুন… INDW vs AUSW T20 WC: ধোনির রান আউটের সঙ্গে হরমনের রান আউটের তুলনা টেনে দুঃখে ডুবলেন বীরু

প্রসঙ্গত সিডনির রোজ বে শহরের একটি বাড়িতে এক মহিলাকে যৌন হয়রানির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। যে কারণে গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিন পেয়েছেন তিনি। তবে দেওয়া হয়েছে কঠিন থেকে কঠিনতম শর্ত। কোনও ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন না, রাতে বাড়ি থেকেও বের হতে পারবেন না! বৃহস্পতিবার মামলার ফের শুনানিতে শর্ত দুটি শিথিল করেছে আদালত।

সিডনির ডাউনিং সেন্টার আদালত গুনাতিলকাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ডেটিং বা ডেটিংয়ে সহায়ক কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না বলেও জানান হয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা দলের সঙ্গে অস্ট্রেলিয়াতে ছিলেন তিনি। সেই সময়েই এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কায় রওনা হওয়ার দিন তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মোট ৪টি অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন… শেষ বার্সার Europa League-র অভিযান, জুভেন্তাস-রোমার সঙ্গে শেষ ১৬তে ম্যান ইউ

গুনাতিরকার আইনজীবি ব্যারিস্টার এমা সুলিভান আদালতের কাছে জামিনের দুটি শর্ত পাল্টানোর আবেদন করেছিলেন। প্রথমটি ছিল গুনাতিলকাকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে। সুলিভান আশ্বস্ত করে জানান হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি পেলে ডেটিং বা ডেটিংয়ে সহায়ক কোন কিছুতে এটিকে ব্যবহার করবেন না গুনাতিলকা। বিচারক জেনিফার অ্যাটকিনসন গুনাতিলকাকে অ্যাপ ব্যবহারের অনুমতি দেন। উল্লেখ্য ডেটিং অ্যাপ ‘টিন্ডার’-এ অভিযোগকারী মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল গুনাতিলকার। তারপর দেখা হয় তাদের। এরপর ডেটিং, নৈশভোজের পরে সেই মহিলার বাড়িতে যান গুনাতিলকা। যেখানেই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন