বাংলা নিউজ > ময়দান > WI vs BAN: হেরেই চলেছে বাংলাদেশ, টেস্টের পর T20-তেও হোয়াইটওয়াশ শাকিবরা

WI vs BAN: হেরেই চলেছে বাংলাদেশ, টেস্টের পর T20-তেও হোয়াইটওয়াশ শাকিবরা

বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।

লিটন এবং আফিফের লড়াই ব্যর্থ করে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। স্বভাবতই টেস্ট সিরেজর পর তারা টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরের ২টি টি-টোয়েন্টিতেই জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যেন হারটাই বাংলাদেশের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। টানা হেরে চলেছে তারা। টেস্ট সিরেজের পর টি-টোয়েন্টিতেও পরপর ২ ম্যাচে হেরে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টি তারা ৫ উইকেটে হারল।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের ৪২ রানের মধ্যে আনামুল হক (১০) এবং শাকিব আল হাসানের (৫) উইকেট হারায় বাংলাদেশ। তবে হাল ধরেছিলেন লিটন দাস এবং আফিফ হোসেন। ওপেন করতে নেমে লিটন ৪১ বলে ৪৯ করে আউট হন। আফিফ ৩৮ বলে ৫০ করেন। এই দু'জনের রানের উপর ভর করেই বাংলাদেশ নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে।

আরও পড়ুন: T20-তে ব্যাটে-বলে শাকিবের নজির গড়ার দিনেও, হেরে মুখ পুড়ল বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালশ ২টি উইকেট নিয়েছেন। ওডেন স্মিথ এবং রোমারিও শেফার্ড ১টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: কাজে এল না শাকিবের ১৫ বলে ২৯ রানের ইনিংস, বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ

জবাবে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৩৯ বলে অপরাজিত ৭৪ রানের দুরন্ত ইনিংসের হাত ধরে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। পুরান ছাড়াও কাইল মায়ের্স ৩৮ বলে ৫৫ রান করেন। ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পুরান ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন। ১০ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পকেটে পুড়ে ফেলে।

বাংলাদেশের নাসুম আহমেদ ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, শাকিব আল হাসান এবং আফিফ হোসেন।

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরের ২টি টি-টোয়েন্টিতেই জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বন্ধ করুন