বাংলা নিউজ > ময়দান > এখানে চাকরি করব, আমি কখনও সেটা ভাবিনি! কেন এমন বললেন ইংল্যান্ডের লাল বলের কোচ ম্যাককালাম

এখানে চাকরি করব, আমি কখনও সেটা ভাবিনি! কেন এমন বললেন ইংল্যান্ডের লাল বলের কোচ ম্যাককালাম

বেন স্টোকসের সঙ্গে ব্রেন্ডন ম্যাককালাম  (Action Images via Reuters)

ব্রেন্ডন ম্যাককালাম নিজের চাকরি প্রসঙ্গে বলেন, ‘ঠিক আছে, আমি আসলে (ইংল্যান্ডের) চাকরি চাইনি! কিন্তু এখন আমি এটা পেয়েছি, আমি এটা পছন্দ করছি! একেবারেই আমি এবং আমি আগে যা করেছি তার থেকে অবশ্যই আলাদা।’

ইংল্যান্ডের পুরুষদের লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের গলায় ভেসে উঠেছে ব্রিটিশদের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের প্রশংসা। স্টোকসকে, ‘একজন বিরল, অবিশ্বাস্য মানুষ’ বলেছেন ম্যাককালাম। নিউজিল্যান্ডের এই তারকাকে বর্তমানে ক্রিকেটের একজন মহান চিন্তাবিদ বলে মনে করা হয়। ম্যাককালাম এটাও স্বীকার করেছেন যে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে স্টোকস কতটা প্রভাবশালী এবং সফল হয়েছেন তাতে তিনি বিস্মিত।

আরও পড়ুন… ধোনি যা করেছিলেন রোহিতের সঙ্গে, সেটাই পন্তকে নিয়ে করতে বললেন জাফর!

ব্রেন্ডন ম্যাককালাম নিজের চাকরি প্রসঙ্গে বলেন, ‘ঠিক আছে, আমি আসলে (ইংল্যান্ডের) চাকরি চাইনি! কিন্তু এখন আমি এটা পেয়েছি, আমি এটা পছন্দ করছি! একেবারেই আমি এবং আমি আগে যা করেছি তার থেকে অবশ্যই আলাদা।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গে কাজ করার সুযোগটি পেয়ে পছন্দ করি। আমি সবসময় ইংলিশ ক্রিকেটের দিকে তাকাতাম এবং মনে করতাম যে সেখানে প্রচুর প্রতিভা রয়েছে। আমি বুঝতে পারিনি কতটা প্রতিভা আছে এবং এগুলো কতটা ভালো। ছেলেরা এবং তারা যেভাবে খেলা সম্পর্কে চিন্তা করে সেটা অসাধারাণ।’

স্টোকসের নেতৃত্বে, ইংল্যান্ড সম্প্রতি ওভালে তৃতীয় টেস্ট নয় উইকেটে জিতেছে। এই টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। এর মানে এই যে স্টোকস এবং ম্যাককালামের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে ইংল্যান্ড তাদের ঘরের মাঠে এক উচ্চতায় পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধে হারার পরে সারা রাত ঘুমোতে পারেননি ছাত্র! আর্শদীপের কোচের স্বীকারোক্তি

তৃতীয় টেস্ট শেষে স্কাই স্পোর্টসকে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘তাদের (ইংল্যান্ডের খেলোয়াড়দের) সঙ্গে কাজ করা একটি পরম আনন্দের। বিশেষ করে অধিনায়কের (স্টোকস) সঙ্গে কাজ করে উপভোগ করেছি। তিনি একজন বিরল মানুষ এবং একজন অবিশ্বাস্য ব্যক্তি। তিনি খেলার একজন দুর্দান্ত মানুষ।’ তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম সে ভালো হবে, আমি জানতাম না সে এতটা ভালো হবে। একজন স্বাভাবিক নেতা। এটা তার জন্য দারুণ ফিট।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন