খেলতে খেলতে আছাড় খেলেন কোর্টে। উঠে দাঁড়িয়ে সহজ জয়েও ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। উইম্বলডনের প্রথম রাউন্ডে কোরিয়ান প্রতিপক্ষকে হারানোর পথে জোকার ছুঁলেন বিরল মাইলস্টোন।
গত তিনবারের চ্যাম্পিয়ন জকোভিচ এবার অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নেমেছেন কেরিয়ারের ৭ নম্বর উইম্বলডন খেতাবের খোঁজে। শীর্ষবাছাই সার্বিয়ান তারকা অভিযান শুরু করেলন দাপুটে জয় দিয়ে। যদিও প্রথম রাউন্ডেই একটি সেট তাঁকে খোয়াতে হয় সুনয়ু ওনের কাছে। জকোভিচ ২ ঘণ্টা ২৭ মিনিটে চার সেটের লড়াই জেতেন ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে।
কোরিয়ান তারকাকে হারিয়ে উইম্বলডনের ইতিহাসে প্রথম টেনিস তারকা হিসাবে ৮০টি ম্যাচ জেতার নজির গড়েন জকোভিচ। ম্যাচের শেষে তিনি আশা প্রকাশ করেন সংখ্যাটা ১০০-য় নিয়ে যাওয়ার।
আরও পড়ুন:- স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার হাতছানি, Wimbledon-এই কামব্যাক করছেন সেরেনা উইলিয়ামস?
গত তিনটি মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জকোভিচ দীর্ঘদিন অপরাজিত রয়েছে উইম্বলডনে। দ্য চ্যাম্পিয়নশিপে এটি জোকারের টানা ২২ নম্বর ম্যাচ জয়।
আরও পড়ুন:- Wimbledon 2022: প্রতি 'এস'-এ ১০০ ইউরো পাবে ইউক্রেন, অঙ্গীকার উইলম্বডনের
উল্লেখ্য, ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচ এর আগে মোট ৬ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি খেতাব জিতেছেন ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে। করোনা মহামারির জন্য ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।