বাংলা নিউজ > ময়দান > Wimbledon 2023: নাদাল-ফেডেরার-জকোভিচের সংমিশ্রণ আলকারাজ! ম্যাচ হেরে এভাবেই প্রতিপক্ষের প্রশংসা করলেন নোভাক

Wimbledon 2023: নাদাল-ফেডেরার-জকোভিচের সংমিশ্রণ আলকারাজ! ম্যাচ হেরে এভাবেই প্রতিপক্ষের প্রশংসা করলেন নোভাক

নোভাক জকোভিচের গলায় প্রতিপক্ষের প্রশংসা (ছবি-এপি)

Wimbledon 2023 Final: তরুণ খেলোয়াড়কে রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং তাঁর নিজের মিশ্রণ বলে মনে করেন জকোভিচ। ম্যাচের পরে জকোভিচ সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করিনি সে এই বছর ঘাসে এতটা ভালো খেলবে, কিন্তু সে প্রমাণ করেছে যে সে বিশ্বের সেরা খেলোয়াড়।’

Wimbledon 2023: উইম্বলডন ফাইনালের কঠিন লড়াইয়ের পরে হেরে গিয়ে কার্লোস আলকারাজের উচ্চ প্রশংসা করেছেন নোভাক জকোভিচ। তরুণ খেলোয়াড়কে রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং তাঁর নিজের মিশ্রণ বলে মনে করেন জকোভিচ। ম্যাচের পরে জকোভিচ সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করিনি সে এই বছর ঘাসে এতটা ভালো খেলবে, কিন্তু সে প্রমাণ করেছে যে সে বিশ্বের সেরা খেলোয়াড়।’ কার্লোস আলকারাজ রবিবার সেন্টার কোর্টে ৩৬ বছর বয়সিকে কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছিলেন। প্রথম গেম হেরে যাওয়ার পরে ১-৬, ৭-৬(৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে উইম্বলডন ফাইনালে জিতেছেন কার্লোস আলকারাজ। এরপরেই কার্লোস আলকারাজের গেম-স্টাইলকে তিন তারকার মিশ্রণ বললেন জকোভিচ।

ম্যাচের পরে কার্লোস আলকারাজকে নিয়ে কথা বলে গিয়ে জকোভিচ বলেন, ‘সত্যি বলতে আমি কখনও তাঁর মতো খেলোয়াড় দেখিনি। আমি মনে করি গত ১২ মাস বা তার বেশি সময় ধরে রজার, রাফা এবং আমার থেকেও বেশি তাঁর গেম সম্পর্কে কথা বলছে। আমি এই বিষয়ে তাদের সঙ্গে একমত হব।’

জকোভিচ, যিনি ২০১৩ সালের ফাইনালে অ্যান্ডি মারের কাছে হেরে যাওয়ার পর মাত্র দুটি উইম্বলডন পরাজয়ের সম্মুখীন হয়েছেন, তিনি বলেছিলেন যে ২০ বছর বয়সি আলকারাজ কত দ্রুত সমস্ত খেলার পৃষ্ঠে খেলতে পারদর্শী হয়েছিলেন তা দেখে তিনি অবাক হয়েছিলেন। জোকার বলেন, ‘তিনি মূলত বিশ্বের তিনটি সেরা বিষয়কে নিজের দখলে এনেছেন। তাঁর মধ্যে স্প্যানিশ তারকার মানসিকতা, লড়াইয়ের মনোভাব এবং অবিশ্বাস্য প্রতিরক্ষা ক্ষমতা রয়েছে। সে যেটা করে সেটা আমরা রাফার মধ্যে দেখেছি। আমি মনে করি তাঁর কিছু সুন্দর স্লাইডিং ব্যাকহ্যান্ডও রয়েছে, আমার ব্যাকহ্যান্ডের সঙ্গে সেটার কিছুটা মিল রয়েছে।’

জকোভিচ আরও বলেন, ‘সে একজন সম্পূর্ণ খেলোয়াড়। আমার মনে হয় সকলেই আমার সঙ্গে এই বিষয়ে একমত হবেন।’ নিজের হারের কারণে কথা বলতে গিয়ে জকোভিচ বলেন, ‘আমি বেশ কিছু ব্যাকহ্যান্ড মিস করেছি। একটু বাজে বাউন্স হয়েছিল, কিন্তু আমার সেই শট মিস করা উচিত হয়নি। এটা নিয়ে কথা বলার খুব বেশি কিছু নেই। এটা সত্যি হতাশার ছিল।’

এদিকে জকোভিচকে অনুপ্রাণিত করার জন্য তাঁর প্রশংসা করেন আলকারাজ। খেলাধুলায় সার্বিয়ানদের অসাধারণ সাফল্যের স্বীকৃতি দেন তিনি। তরুণ স্প্যানিয়ার্ড তাঁর প্রতিপক্ষের প্রশংসা করতে গিয়ে বলেন, নোভাককে নিজের শৈশব থেকেই আদর্শ মেনে চলেছেন কার্লোস আলকারাজ। তিনি বলেন, ‘আমাকে নোভাককে অভিনন্দন জানাতেই হবে, তাঁর বিরুদ্ধে খেলাটা অসাধারণ ছিল। আমি তাঁর সম্পর্কে কি বলতে পারি? এটা অবিশ্বাস্য। আপনি আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন, টেনিস খেলে যেটা আমি ছোট থেকেই দেখছি। আমি জন্মের পর থেকেই আপনার খেলা দেখেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দলীপ ট্রফিতে কেভিন পিটারসেন! পুরনো স্মৃতি শেয়ার করলেন মজার ক্যাপশন দিয়ে কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান, HAL-এর সঙ্গে ২৬০০০ কোটি টাকার চুক্তি সরকারি হাসপাতালে রোগীদের ঠিকমতো দেওয়া হচ্ছে না খাবার, রিপোর্ট দাবি ক্যাগের আর্থিক তছরুপ মামলায় সুকন্যার জামিন, তিহাড় জেল থেকে মুক্তি পাবেন অনুব্রত কন্যা?‌ আদৌ কি আলোচনা চায়নি হুরিয়ত? ২০১৬এ কাশ্মীরে কী ঘটেছিল!রাজনাথের দাবি খণ্ডন সংগঠনের ‘সোশ্যাল মিডিয়া থেকে দূরে কেন?’ কারণ নিজেই জানালেন রশ্মিকা সরফরাজ না রাহুল? কে জায়গা করে নেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে সূর্য যাচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে! বিশ্বকর্মা পুজোর আগে ভাগ্য খুলছে ৩ রাশির ট্রেন বেলাইন করতে এক সপ্তাহে তিনবার চেষ্টা, রেললাইনে সিলিন্ডার, জঙ্গিদের ছক? রাজনীতিতে অবসর বলে কিছু হয় না, শেষ পর্যন্ত মানুষের সেবা করা উচিত- খাড়গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.