উইমেন্স প্রিমিয়র লিগের (WPL) সৌজন্যে ভারতীয় মহিলা ক্রিকেটের ছবিটা পুরো পালটে যাবে। এমনই আশাপ্রকাশ করলেন অস্ট্রেলিয়ার তারকা অ্যালিসা হিলির। তাঁর মতে, WPL-এ বিশ্বের সেরা তারকাদের সঙ্গে খেলার সুবাদে ভারতীয়রা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত উঠবেন ভারতীয় খেলোয়াড়রা। তখন ভারতীয় দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটা ভেবেই ‘ভয়’ পেয়ে যাচ্ছেন বলে দাবি করলেন হিলি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি কলামে হিলি বলেন, ‘একদিন আমি হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানার সঙ্গে কথা বলছিলাম। আমি দীর্ঘদিন ধরে যেটা ভাবছিলাম, WPL-র সেই সম্ভাব্য প্রভাব নিয়ে ওরা সেটাই বলছিল। ওরা (ভারতীয় দল) দেখেছে যে অস্ট্রেলিয়ার দলের জন্য মহিলাদের বিগ ব্যাশ লিগ (WBBL) কতটা লাভজনক হয়েছে। যখন নয়া মুখ দলে আসে, তখন তাদের সরাসরি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরে।’
আরও পড়ুন: WPL 2023 effect: WPL-তে ৩ সপ্তাহে যা টাকা মিলছে, তা ১ বছরেও দিচ্ছে না দেশ, সংকটের মুখে WBBL: হিলি
WPL-এ ইউপি ওয়ারির্সের অধিনায়ক হিলি বলেন, ‘কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করছিলাম। ওরা বলছিল, যে তরুণ খেলোয়াড়রা দলে আসছে, তাদের মনে হচ্ছে যে ওরা আন্তর্জাতিক স্তরেই আছে। এখন ওরা WPL-এ খেলছে। দিনের পর দিন বেথ মুনি এবং ন্যাট সিভার-ব্রান্টদের মতো খেলোয়াড়দের বোলিং করে যাচ্ছে। এটা ভেবেই ভয় লাগছে যে (WPL-র ফলে) ভারতীয় দল কতটা ভালো হয়ে যাবে।’ সঙ্গে তিনি বলেন, 'আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে ক্রিকেটকে ভবিষ্যৎ হিসেবে নেওয়ার জন্য পরবর্তী প্রজন্মের তরুণীদের অনুপ্রেরণা জোগাবে WPL।'
মহিলা ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া
হিলি দাবি করেন, শুধুমাত্র বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চায় না অস্ট্রেলিয়ার মহিলা দল, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের মেয়েরা যাতে ক্রিকেটকে ভালোবেসে কাছে টেনে নেন, সেই চেষ্টা করেন মেগ ল্যানিং, তাহিলা ম্যাকগ্রাথরা। হিলির কথায়, 'গত দু'বছরে যে মূল্যবোধ সামনে এসেছে, সেটা হল যে বিশ্বব্যাপী মহিলাদের ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ান দল হিসেবে আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে যাই, সেখানে আমরা দুর্দান্ত ক্রিকেট তুলে ধরতে চাই। সেইসঙ্গে যে বোর্ড ওই সিরিজের আয়োজন করছে, তাদের সমর্থন করতে চাই।'
আরও পড়ুন: বাংলা দলের বাইরে থাকা থেকে WPL-এ সাফল্য়, সাইকার যাত্রার হদিশ দিলেন কোচ শিবসাগর
অস্ট্রেলিয়ার তারকা আরও বলেন, 'আগামী বছর আমরা দু'বার বাংলাদেশে যাব। আমরা ওখানে গিয়ে যদি ভালো ক্রিকেট খেলতে পারেনি এবং কয়েকজন বাংলাদেশি তরুণীকে ব্যাট ও বল তুলে নিতে অনুপ্রেরণা জোগাতে পারি, সেটাকে আমরা জয় হিসেবে দেখব।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।