ওয়েস্ট ইন্ডিজের কাছে অ্যান্টিগা টেস্টে হেরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের একেবারে শেষেই থেকে গেল বাংলাদেশ। যদিও জিতেও লিগ টেবিলে অবস্থান বদল হয়নি ক্যারিবিয়ানদের। তবে তারা মূল্যবান ১২ পয়েন্ট সংগ্রহ করে নিজেদের পাল্লা ভারি করে। সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে নিজেদের ব্যবধান আরও একটু কমায় ওয়েস্ট ইন্ডিজ। আপাতত ক্যারিবিয়ান দল রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।
আগের মতোই টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে অবস্থান করছে ভারত। শ্রীলঙ্কা রয়েছে চার নম্বরে। পাকিস্তান অবস্থান করছে পাঁচ নম্বরে।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল:-
১. টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ টেস্টে তাদের সংগ্রহে রয়েছে ৭৫.০০ শতাংশ হারে ৭২ পয়েন্ট।
২. দক্ষিণ আফ্রিকা ৭ টেস্টে ৭১.৪৩ শতাংশ হারে ৬০ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।
৩. ভারত ১১ টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৭৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে।
৪. শ্রীলঙ্কা ৬ টেস্টে ৫৫.৫৬ শতাংশ হারে ৪০ পয়েন্ট সংগ্রহ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চার নম্বরে অবস্থান করছে।
৫. পাকিস্তান ৭টি টেস্টে ৫২.৩৮ শতাংশ হারে ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে।
আরও পড়ুন:- WI vs BAN: অসহায় আত্মসমর্পণ শাকিবদের, ‘৭ ওভারেই’ বাংলাদেশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
৬. ওয়েস্ট ইন্ডিজ ৭টি টেস্টে ৪৩.৭৫ শতাংশ হারে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।
৭. নিউজিল্যান্ড ৮টি টেস্টে ২৯.১৭ শতাংশ হারে ২৮ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে রয়েছে।
৮. ইংল্যান্ড ১৪টি টেস্টে ২৩.৮১ শতাংশ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরেই অবস্থান।
৯. বাংলাদেশ ৮টি টেস্টে ১৪.৮১ শতাংশ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পয়নশিপ টেবিলের একেবারে শেষে নয় নম্বরে থেকে যায়।
আরও পড়ুন:- রোজ রাতে নজরে 'ভালবাসার' পরিসংখ্যান, হোল্ডিংকে স্পর্শ করে জানালেন রোচ
উল্লেখ্য, গতবারের মতো এবারও পয়েন্টের নিরিখে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। সেই মতোই নির্ধারিত হয়েছে ক্রমতালিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দ্বি-পাক্ষিক সিরিজগুলির শেষে লিগ টেবিলের প্রথম দু'টি স্থানে থাকা দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।