বাংলা নিউজ > টেকটক > Ashwini Vaishnaw on Mobile: ভারতের মোবাইল বাজারে বিরাট জোয়ার, ৯৯ শতাংশের বেশি ফোন 'মেড ইন ইন্ডিয়া'

Ashwini Vaishnaw on Mobile: ভারতের মোবাইল বাজারে বিরাট জোয়ার, ৯৯ শতাংশের বেশি ফোন 'মেড ইন ইন্ডিয়া'

মোবাইলে সেলফি ছবি সৌজন্য : পিটিআই (PTI)

মূলত বিদেশ থেকে আমদানি করা মোবাইলের উপরই নির্ভর করতে হত ভারতের মোবাইল বাজারকে। কিন্তু ধীরে ধীরে ভারত নিজের দেশেই মোবাইল তৈরি করা শুরু করে।

বিরাট জোয়ার ভারতের মোবাইল শিল্পে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের মোবাইল শিল্পের উন্নয়ন নিয়ে বড় আশার কথা জানিয়েছেন। তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, মাত্র ৯ বছরে ভারতের মোবাইল শিল্পের ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।

তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, মোবাইল শিল্পের উন্নতি নিয়ে এবার দেখুন। ৯ বছরে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে আমদানির উপর ৭৮ শতাংশ নির্ভর করতে হত। আর ২০২৩ সালে এখন ৯৯.২ শতাংশ মোবাইল যেটা ভারতে বিক্রি করা হয় সেটা ভারতেই তৈরি। একেবারে হিসেব দিয়ে তিনি ভারতের মোবাইল শিল্পে সুনামির কথা উল্লেখ করেছেন। ৯ বছরে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে এই মোবাইল বিক্রি।

 

সম্প্রতি তিনি ভারতে মোবাইল বিক্রির পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। তারপরেই তিনি এনিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন।

মন্ত্রীর দাবি, ২০১৪ সালের আগে ভারতে ৭৮ শতাংশ মোবাইল বিদেশ থেকে আমদানি করা হত। মূলত বিদেশ থেকে আমদানি করা মোবাইলের উপরই নির্ভর করতে হত ভারতের মোবাইল বাজারকে। কিন্তু ধীরে ধীরে ভারত নিজের দেশেই মোবাইল তৈরি করা শুরু করে। মন্ত্রীর দাবি বর্তমানে সিংহভাগ মোবাইল ভারতেই তৈরি হয় ও ভারতেই বিক্রি করা হয়। মোবাইলের ক্ষেত্রেও আত্মনির্ভর ভারত। মানে যে মোবাইল ভারতে বিক্রি করা হয় তার ৯৯.২ শতাংশই ভারতেই তৈরি করা হয়।

ভারতের মোবাইলের বিরাট বাজার। হাতে হাতে ফোন। ফোন নেই এমন বাড়ি খুঁজে পাওয়া যায় না। সেই বিরাট বাজারকে ধরতে আগ্রহী বহু কোম্পানি। তবে বিভিন্ন কোম্পানি যেমন ওপো, ভিভো, ওয়ান প্লাস, জিওমি সহ একাধিক মোবাইল কোম্পানি স্মার্ট ফোন তৈরি করে ও ভারতেই বিক্রি করে। ভারতেই তাদের কারখানা রয়েছে । সেখানেই ফোন তৈরি হয়। আবার ভারতের বাজারেই তাদের ফোন বিক্রি করা হয়। এমনকী বর্তমানে আইফোনের ক্ষেত্রেও ভারতেই যন্ত্রাংশগুলি এনে তা জোড়া লাগানো হয়।

 

টেকটক খবর

Latest News

শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের চন্দ্রগ্রহণ কি পুরোপুরি কেটে গিয়েছে? বাকি দিন জুড়ে কেমন প্রভাব থাকবে ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? জবাব সোহার ‘বিশ্বকাপ ফাইনালে স্কোরবোর্ড না দেখেই ব্যাট করতে নেমেছিলাম’! স্মৃতিচারণায় অক্ষর… ফের মৌসুমীকে কড়া কথা কুণালের! কেন বললেন, 'হাত জোড় করে ক্ষমা চান' আগামী সপ্তাহেই মোদীর সঙ্গে দেখা করবেন, দাবি ট্রাম্পের 'তালিবানপন্থীদের রমরমা'য় লাঞ্ছিত বাংলার নারী! মালদায় মহিলাকে মার, তোপ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.