সপ্তাহ দুই আগেই এই নয়া ফিচারের বিষয়ে জানিয়েছিলেন ইলন মাস্ক। গত ১ ডিসেম্বর তিনি এই নয়া ফিচারের বিষয়ে জানিয়েছিলেন। টুইটারের এই নয়া সিদ্ধান্তের প্রশংসা করেছেন তাদের প্রাক্তন সিইও ও প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিও।
1/5বৃহস্পতিবার সকাল থেকে নয়া ফিচার চালু করে টুইটার। এসে যায় নয়া ভিউ কাউন্ট ফিচার। অর্থাত্, ইউটিউব ভিডিয়োর মতোই, আপনার টুইট কতজন দেখছেন, তার একটি ভিউ কাউন্ট পাওয়া যাবে। ইলন মাস্ক নিজে এই বিষয়ে জানান। ফাইল ছবি: টুইটার (REUTERS)
2/5ইলন মাস্ক আরও জানান, এই ফিচারের কারণে টুইটার আগে চেয়ে আরও বেশি প্রাণবন্ত মনে হচ্ছে। তিনি বলেন, 'টুইটার ব্যবহারকারীদের ৯০%-এরও বেশি খালি পড়েন, কিন্তু টুইট করেন না, উত্তর দেন না বা লাইকও দেন না।' কোনও টুইটের লাইকের সংখ্যার তুলনায় তা দেখা মানুষের সংখ্যা ১০০ গুণ বেশি হয়। ফাইল ছবি: টুইটার (REUTERS)
3/5সপ্তাহ দুই আগেই এই নয়া ফিচারের বিষয়ে জানিয়েছিলেন ইলন মাস্ক। গত ১ ডিসেম্বর তিনি এই নয়া ফিচারের বিষয়ে জানিয়েছিলেন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5টুইটারের এই নয়া সিদ্ধান্তের প্রশংসা করেছেন তাদের প্রাক্তন সিইও ও প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিও। তিনি এটি অত্যন্ত ভাল সূচক বলে অভিহিত করেছেন। ফাইল ছবি; রয়টার্স (REUTERS)
5/5এই ফিচার বিশেষ করে বিনিয়োগকারী, ইনফ্লুয়েন্সার, মার্কেটিং সংস্থা, রাজনৈতিক সংস্থা, সরকারি প্রচারণার ক্ষেত্রে সুবিধাজনক হবে। একটি বার্তা ঠিক কতজনের কাছে পৌঁছে যাচ্ছে, তার আন্দাজ মিলবে। ফাইল ছবি: এপি (REUTERS)