বাংলা নিউজ > টেকটক > ভারতীয় ঐতিহ্যকে শ্রদ্ধা, সংস্কৃত যোগ হল Google Translate-এ

ভারতীয় ঐতিহ্যকে শ্রদ্ধা, সংস্কৃত যোগ হল Google Translate-এ

ফাইল ছবি: গুগল (Google)

সংস্কৃত ছাড়াও, গুগল ট্রান্সলেটে অন্যান্য ভারতীয় ভাষা, যেমন অসমীয়া, ভোজপুরি, ডোগরি, কোঙ্কনি, মৈথিলি, মিজো এবং মেইটেইলন (মণিপুরি) যোগ করা হয়েছে। এই নিয়ে গুগল ট্রান্সলেটে ভারতীয় ভাষার মোট সংখ্যা দাঁড়াল ১৯।

গুগল ট্রান্সলেটে সংস্কৃত সহ আটটি ভারতীয় ভাষা যুক্ত করা হল। গুগল জানিয়েছে, আঞ্চলিক, ঐতিহ্যবাহী ভাষার ভান্ডার ক্রমাগত বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।

গুগল রিসার্চের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আইজ্যাক ক্যাসওয়েল বলেন, 'সংস্কৃতর জন্য গুগল ট্রান্সলেটে সবচেয়ে বেশি অনুরোধ করা হয়েছিল। সেই কারণেই আমরা এটি যোগ করছি। সেই সঙ্গে আমরা উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী আঞ্চলিক কিছু ভাষাও যোগ করছি।'

সংস্কৃত ছাড়াও, গুগল ট্রান্সলেটে অন্যান্য ভারতীয় ভাষা, যেমন অসমীয়া, ভোজপুরি, ডোগরি, কোঙ্কনি, মৈথিলি, মিজো এবং মেইটেইলন (মণিপুরি) যোগ করা হয়েছে। এই নিয়ে গুগল ট্রান্সলেটে ভারতীয় ভাষার মোট সংখ্যা দাঁড়াল ১৯।

বুধবার Google-এর বার্ষিক সম্মেলন I/O-তে এই ঘোষণা করা হয়।

তবে এখনও ভারতের ২২টি শিডিউলড ভাষাকে কভার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে গুগল। তবে সেটাই প্রধান লক্ষ্য সংস্থার। আইজ্যাক ক্যাসওয়েল বলেন, ভাষার ব্যবধানটা যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা।

নয়া আপডেটে যোগ করা ভাষাগুলি আপাতত শুধুমাত্র টেক্সট ট্রান্সলেশন ফিচার সাপোর্ট করবে। কিন্তু কোম্পানি শীঘ্রই ভয়েস টু টেক্সট, ক্যামেরা মোড এবং অন্যান্য ফিচার চালু করতে চায়। সে বিষয়ে কাজ চলছে।

আটটি ভারতীয় ভাষা আসলে একটি বৃহত্তর আপডেটের অংশ। একসঙ্গে গুগল ট্রান্সলেটে মোট ২৪টি ভাষা যুক্ত করা হয়েছে। এই নিয়ে গুগল ট্রান্সলেটে বিশ্বজুড়ে ব্যবহৃত মোট ১৩৩টি ভাষার সাপোর্ট রয়েছে।

বন্ধ করুন
Live Score