বাংলা নিউজ > টেকটক > Realme Narzo 50i Prime: ৫% চার্জেই চলবে আড়াই ঘণ্টা! দামও একেবারে সস্তা

Realme Narzo 50i Prime: ৫% চার্জেই চলবে আড়াই ঘণ্টা! দামও একেবারে সস্তা

Realme Narzo 50i Prime । ছবি: রিয়েলমি (Realme)

Realme Narzo 50i Prime স্মার্টফোনে একটি আল্ট্রা পাওয়ার সেভিং মোড থাকছে। তাতে মাত্র ৫% চার্জেই ১.৫ ঘণ্টা WhatsApp চ্যাট করা যাবে। ২.৩ ঘণ্টা কল করা যাবে।

ভারতে এল Realme Narzo 50i Prime। ৫,০০০ mAh ব্যাটারি, সঙ্গে চার জিবি শক্তিশালী RAM- কম বাজেটের ফোন হিসাবে স্পেসিফিকেশন মন্দ নয়। সংস্থার দাবি, এই ফোনে ব্যাটারি অপটিমাইজেশন বেশ ভাল। ৫,০০০ mAh ব্যাটারিটির কারণে ফোনটি ৪ দিন পর্যন্ত অডিয়ো প্লেব্যাক টাইম দিচ্ছে বলে দাবি রিয়েলমির।

Realme জানিয়েছে, এই স্মার্টফোনে একটি আল্ট্রা পাওয়ার সেভিং মোড থাকছে। তাতে মাত্র ৫% চার্জেই ১.৫ ঘণ্টা WhatsApp চ্যাট করা যাবে। ২.৩ ঘণ্টা কল করা যাবে। আরও পড়ুন: SOVA: নতুন মোবাইল ব্যাঙ্কিং ভাইরাসের বিষয়ে সতর্ক করল কেন্দ্র

ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে পাবেন। ফলে সিনেমা দেখা, ওয়েব ব্রাউজিংয়ের জন্য এই দামে ভালই প্যাকেজ পাবেন।

সম্ভাব্য স্পেসিফিকেশন :

  • RAM: ৩ জিবি/ ৪ জিবি
  • ইন্টারনাল স্টোরেজ: ৩২ জিবি / ৬৪ জিবি
  • চিপসেট : Unisoc T612 SoC
  • ডিসপ্লে : ৬.৫ ইঞ্চি  HD+LCD ।
  • রিয়ার ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরা : ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি : ৫,০০০ mAh

Realme Narzo 50i Prime-এর দাম:

দু'টি ভেরিয়েন্টে নতুন Realme Narzo 50i Prime পাবেন।

  • 3 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা।
  • 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা।

স্মার্টফোনটি দু'টি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে- ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন।

কোথায় বিক্রি হবে?

Amazon-এ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সেল শুরু। আরও পড়ুন: ‘নগ্ন ছবি’র ভয় দেখিয়ে টাকা চাইত এই Loan App! নাটের গুরু এক চিনের বাসিন্দা

এর পাশাপাশি Realme-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও Realme Narzo 50i Prime কেনা যাবে। এক্ষেত্রে উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর থেকেই আমাজনে 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল' শুরু হবে।

বন্ধ করুন