WhatsApp: এক ডিভাইসে এবার দুটি হোয়াটসঅ্যাপ আকাউন্ট পেতে পারেন! কীভাবে সম্ভব? জানুন
Updated: 17 Jun 2023, 10:47 PM ISTএকাধিক নম্বর থেকে যদি হোয়াটসঅ্যাপে রেজিস্টার থাকে, তাহলে তা একই ডিভাইসে রেজিস্টার করতে পারা যাবে। ফলে একই ফোনে টুইটার, জিমেইল, ও দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবার থেকে থাকবে। এটা অ্যান্ড্রয়েড ও আইফোন দুটিতেই থাকবে। ইতিমধ্যেই এই নিয়ে টেস্টিং শুরু করে দিয়েছে সংস্থা।
পরবর্তী ফটো গ্যালারি