নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Redmi। ভারতীয় বাজারে আসছে Redmi 11s। আগামী ৯ ফেব্রুয়ারি নতুন মিড-রেঞ্জের স্মার্টফোনটি লঞ্চ হবে।
মিড-রেঞ্জের মধ্যেই Redmi 11s-এ থাকবে কোয়াড-ক্যামেরা। ফলে স্রেফ স্পেসিফিকেশনের নিরিখেই ক্যামেরার সেগমেন্টে এগিয়ে থাকতে পারে এই ফোন। তবে এই চারটি ক্যামেরার ফলে ছবিতেও উন্নতি হয় কিনা, তা সময় বলবে।
Redmi 11s-এ পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা, AMOLED ডিসপ্লে এবং ১০৮ MP কোয়াড-ক্যামেরা সেটআপের থাকতে পারে। Xiaomi এতে একটি ৫,০০০ mAh ব্যাটারির রাখতে পারে। সেই সঙ্গে ফাস্ট চার্জিং-ও থাকবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi-র গ্লোবাল ভিপি, মনু কুমার জৈন Redmi 11s সম্পর্কে টুইট করেছেন। তিনি লেখেন, 'ভারতের সবচেয়ে প্রিয় সিরিজ রেডমি। এখন নিজেদেরকেই ছাপিয়ে যেতে রেডমি আবার ফিরে এসেছে!'
আরও পড়ুন : Realme 9i: কম দামেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি RAM
Redmi 11s-এ ১০৮MP প্রাইমারী থাকতে পারে। বাকি তিনটির মধ্যে একটি ৮MP-এর আল্ট্রা-ওয়াইড সেন্সর, একটি ২MP bokeh লেন্স এবং ২MP ম্যাক্রো লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে৷ সেলফি ক্যামেরা ১৬MP হতে পারে।