দাদা রাঁচির সাংসদ ছিলেন কংগ্রেসের টিকিটে। নিজে রাজ্যসভার সাংসদ। বাবা-মাও দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গেই যুক্ত। ঝাড়খণ্ডের সাংসদ ধীরজ সাহু এবং কংগ্রেসের এই যোগ দীর্ঘ কয়েক দশকের। সেই ধীরজ সাহু এখন কংগ্রেসের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এই আবহে সাংসদের দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলল কংগ্রেস।