টুইটারের ব্লু টিক নিয়ে জল্পনা বজায় রয়েছে। সম্প্রতি অনেক সেলিব্রিটির 'ভেরিফায়েড' অ্যাকাউন্ট থেকেই সরানো হয়েছিল ব্লু টিক। অনেকেই আবার তা ফিরে পেয়েছেন। ব্লু টিক ফিরে পাওয়া অনেকে অবশ্য মাসিক ৮ ডলার ফি দেননি। এই আবহে টুইটারের নীতি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।