বাংলা নিউজ > বিষয় > Maharashtra government
Maharashtra government
সেরা খবর
সেরা ভিডিয়ো
মুম্বই পুলিশের কার্যক্রমের সঙ্গে হামেশাই নিজেকে জড়িয়ে রাখেন অক্ষয় কুমার। করোনা মোকাবিলাতেও মুম্বই পুলিশের তহবিলে ২ কোটি টাকা দা ন করেছিলেন খিলাড়ি কুমার, আর এবার মুম্বই পুলিশের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকলেন অভিনেতা। শনিবার মহারাষ্ট্র সরকারের তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হল দু-টাকার বিশেষ পেট্রোলিং গাড়ি- সেগওয়ে। এবার থেকে সেগওয়েতে চড়েই ওয়ালির সমুদ্র সৈকতে নজরদাড়ি চালাবে মুম্বই পুলিশ। ইলেকট্রিক চালিত এই বিশেষ বাহান তুলে দেওয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে অক্ষয় ছাড়াও শামিল হয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ও মন্ত্রী আদিত্য ঠাকরে। এদিন সেগওয়ে চড়ে দেখা মিলল অক্ষয় এবং মহারাষ্ট্রের দুই মন্ত্রীরও। অক্ষয় টুইট বার্তায় জানান,'আমাদের পুলিশ বাহিনীর আধুনিকতা সত্যি অতুলনীয়, একদম আন্তর্জাতিক স্তরের'।