দেবী দুর্গাকে বিদায় জানাল ইংল্যান্ডও। সিঁদুর খেললেন বিবাহিত মহিলারা। সিঁদুর খেলার মধ্যেই আনন্দে মেতে ওঠেন তাঁরা। কোমর দুলিয়েছেন তাঁরা। উইলম্বডনের দুর্গাপুজোর সেই ভিডিয়ো পাঠিয়েছেন মৌবনী চট্টোপাধ্যায়। সোমবারই উইলম্বডনের পুজোয় নবমী ও দশমী পালন করা হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয়-