HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > দেখতেই হবে > বন্দুক হাতে প্যারেড-প্রস্তুতির মাঝে দিল্লির রাজপথে কোন সুরের ছন্দে মাতলেন নৌসেনা অফিসাররা?

বন্দুক হাতে প্যারেড-প্রস্তুতির মাঝে দিল্লির রাজপথে কোন সুরের ছন্দে মাতলেন নৌসেনা অফিসাররা?

৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দিল্লিতে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির রাজপথে শুরু হয়েছে কুচকাওয়াজের প্রস্তুতি। চলছে নানান মহড়া। এদিকে, মঙ্গলবার সকালে রাজপথে যে দৃশ্য দেখা গিয়েছে, তা নিয়ে ভিডিয়োবন্দি হতেই ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে নৌসেনা অফিসাররা প্যারেডের মাঝে মেতে উঠেছেন কিছু জনপ্রিয় সুরের ছন্দে। হাতে রয়েছে বন্দুক , পরনে ইউনিফর্ম, বজ্রকঠিন মুখ। আর তা নিয়েই নৌসেনা অফিসাররা দিল্লির রাজপথে প্যারেডের প্রস্তুতির ফাঁকে এই মিউজিকের তালে মেতে ওঠেন।

আরও ভিডিও