Madan Mitra Vs Md Salim: ‘সিপিএম-কে বাঁচানোর জন্য পুলিশ এমন ভাবে সক্রিয়...’, বিস্ফোরক মদন মিত্র
Updated: 29 Jul 2022, 01:02 PM ISTপার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনায় সিপিএমের পক্ষ থেকে কামারহাটি এলাকায় মিছিল করা হয় বৃহস্পতিবার। কামারহাটি মোড় থেকে মিছিল শুরু হয়ে রথতলা মোড়ে আসে। এরপর মিছিল থেকে বিধায়ক মদন মিত্রের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে সিপিএমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অপরদিকে সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হয়, সিপিএমের মিছিল যখন রথতলা মোড় দিয়ে যাচ্ছিল, সেই সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র মিছিলে আটকানোর চেষ্টা করেন।