বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mallikarjun Kharge Viral Video: নিজে জল পানের আগে সোনিয়া, রাহুলকে 'অফার' খাড়গের! ভিডিয়ো ভাইরাল
Updated: 22 Mar 2024, 11:15 PM IST
Sritama Mitra
কংগ্রেসের প্রেস কনফারেন্স থেকে এই দৃশ্যের ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সদ্য ভাইরাল হয়েছে। এদিকে, ভিডিয়োয় দেখা যাচ্ছে, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মাঝে বসে রয়েছেন। তাঁর এক পাশে রাহুল গান্ধী ও অন্য পাশে রয়েছেন সোনিয়া গান্ধী। টেবিলে রাখা জলের গ্লাস সোনিয়ার দিক থেকে নিতে দেখা গেল মল্লিকার্জুন খাড়গেকে। এরপর নিজে জল পানের আগে খাড়গে অফার করেন সোনিয়া ও রাহুলকে। তাঁরা দুজনেই জল খাননি। পরে সেই গ্লাস থেকে জল পান করেন মল্লিকার্জুন খাড়গে। বিজেপি এই ভিডিয়োর অংশ পোস্ট করে কংগ্রেসকে কটাক্ষ করে। বিজেপি তার পোস্টে লেখে,'যেভাবে সোনিয়া ও রাহুল গান্ধী একজন দলিতের জল প্রত্যাখ্যান করলেন তা লজ্জাজনক। কিন্তু খড়গে জুনিয়র অন্যদের হেয় করার জন্য জাতপাতের অপবাদ দিচ্ছেন।'