Updated: 11 Jun 2022, 11:04 PM IST
লেখক Sritama Mitra
ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম। সেখানে জামব... more
ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম। সেখানে জামবনির পড়াডিহায় রাস্তায় দাঁড়িয়ে ছিল যাত্রীবাহী বাস। এদিকে ততক্ষণে বাসের সামনে ছিল দাঁতাল হাতি। এলাকায় এই হাতিই 'রামলাল' নামে পরিচিত। কার্যত এলাকাবাসীর কাছে এই দলছুট দাঁতাল বেশ প্রচারের আলোয় ভাসছে! যেন এলাকার সুপারস্টার! এদিকে, হাতি 'রামলাল' গুটি গুটি পায়ে বাসের দিকে যেতেই অনেকেই আতঙ্কে পড়ে যান। তবে বাসের গায়ে কয়েকবার শুঁড়-বুলিয়ে, কয়েক রাউন্ড ঘুরেফিরে সে চলে যায়। ততক্ষণে রামলালের কীর্তি দেখতে এলাকায় ভিড় জমে গিয়েছে। শুরু হয়েছে হইচই। রামলাল কিন্তু সেদিকে তোয়াক্কাও করেনি। নিজের মতো করে সে ফের হাঁটতে থাকে পথ ধরে।