বাংলা নিউজ > দেখতেই হবে > Reel Video: ওড়িশার দুর্ঘটনায় অস্থায়ী মর্গ হয়ে ওঠা এই স্কুল ভাঙা হচ্ছে আতঙ্কের জেরে!

Reel Video: ওড়িশার দুর্ঘটনায় অস্থায়ী মর্গ হয়ে ওঠা এই স্কুল ভাঙা হচ্ছে আতঙ্কের জেরে!

ওড়িশার ট্রেন দুর্ঘটনার পর মৃতদেহের স্তূপ ছিল এই স্কুলে। ওড়িশার বালাসোরের সেই স্কূলের ভিতর একাংশে তৈরি হয়েছিল অস্থায়ী মর্গ। পরে মৃতদেহ সরিয়ে স্কুল স্যানিটাইজ হয়। তবে পড়ুয়াদের মন থেকে যায়নি আতঙ্ক। সেই আতঙ্কের জেরে স্কুলের বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিংয়ে পুজো করে তবে এই স্কুলে পড়ুয়াদের প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আরও ভিডিও