বাংলা নিউজ > দেখতেই হবে > ‘রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট’

‘রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট’

'অনেকেই কমার্শিয়াল ছবিকে ছোট করেন, যাঁরা এই ছবি বানান, তাঁদেরকেও ছোট করেন। তাই অনেকেই আরবান ছবি বানাচ্ছেন। স্বাভাবিকভাবেই আর ব্লকবাস্টার ছবি নেই। ব্লকবাস্টার ছবি হতে গেলে Mass film চাই। লোকে হিন্দিতে রকি অউর রানি দেখে লাফাবে, অথচ বাংলায় এই ছবি হলে বলবে, এবাবা..!