1/7শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে নিয়ম মেনে মহাদেবের পুজো করলে তাঁর কৃপা লাভ করা যায়। তাতে কেটে যেতে পারে জীবনের বহু সংকট। কিন্তু শুধু পুজো নয়, এই মাসে কয়েকটি আছার পালন করলেও মহাদেবের কৃপা লাভ করা যেতে পারে। এর মধ্যে রয়েছে কয়েকটি বিশেষ গাছ বাড়িতে লাগানোও।
2/7কয়েকট গাছ মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বাড়িতে এই সব গাছ লাগালে তার শুভ ফল পাওয়া যায় বলেও মনে করেন অনেকে। আর সেই গাছগুলি যদি শ্রাবণ মাসেই লাগানো যায়, তাহলে তো কথাই নেই। তা মহাদেবকে তুষ্ট করে অনেকটাই। তাই শ্রাবণ থাকতে থাকতেই বাড়িতে কোন কোন গাছ লাগাবেন? জেনে নিন।
3/7১। কলা গাছে: বাড়েত কলা গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে, এই গাছের সঙ্গে ভগবান বিষ্ণুর যোগ রয়েছে। কিন্তু এই গাছ রোপন করলে শুধু বিষ্ণু নন, ভগবান শিবেরও কৃপা পাওয়া যেতে পারে। তাই শ্রাবণ থাকতে থাকতে বাড়িতে লাগাতে পারেন এই গাছের চারা।
4/7২। চাঁপা গাছ: শাস্ত্র মতে, এই গাছ সৌভাগ্যের প্রতীক। এটিও ভগবান শিবের প্রিয় গাছ। তাই শ্রাবণ মাস থাকতে থাকতে এই গাছ রোপন করুন। তাতে মহাদেবের আশীর্বাদ পেতে পারেন। আর এই গাছ খুব ছোট জায়গাতেও বসাতে পারেন। ফলে ফ্ল্যাটের ক্ষেত্রেও অসুবিধা হবে না।
5/7৩। ধুতুরা গাছ: মহাদেবের সবচেয়ে প্রিয় গাছ এটি— একথা বলাই যায়। শ্রাবণ মাসে এই গাছের চারা বাড়িতে লাগালে বাড়ির সব নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কেটে যায়। মহাদেবের কৃপা বর্ষিত হয় এই গাছের প্রভাবে। তাই এই মাসেই বাড়িতে বসান গাছটি।
6/7৪। শমী গাছ: এই গাছের প্রভাবে বাড়িতে ইতিবাচক প্রভাব বাড়ে। তাই সারা বছরের যে কোনও সময়েই এই গাছ বসাতে পারেন। তবে শ্রাবণে এই গাছ বসালে ভগবান ভোলানাথের কৃপা বেশি মাত্রায় পাওয়া যায়। তাই এই মাসেই লাগান এই গাছের চারা।
7/7৫। বেল গাছ: শিবের পুজো সম্পূর্ণই হয় না বেলপাতা ছাড়া। আবার একই সঙ্গে বেল পাতা মা লক্ষ্মীরও খুব প্রিয়। তাই যাঁরা অর্থকষ্টে ভুগছেন, তাঁরা বাড়িতে এই গাছ লাগাতে পারেন। তাতে মহাদেব এবং দেবী লক্ষ্মী— দু’জনের আশীর্বাদই পাবেন। তবে এই গাছ বসানোর জন্য একটু বড় জায়গা পেলে ভালো হয়। তাই বাড়ির লাগোয়া বড় জমি থাকলেই এই গাছ লাগানো সম্ভব।