বৈদিক জ্যোতিষ বলছে, বিশেষত ৪ রাশির ভাগ্যোদয় হতে চলেছে এই সূর্যের গোচরের ফলে। যদিও ১২ রাশিতে এর প্রভাব পড়বে, তবে মিথুন সমেত এই ৪ রাশিতে বিশেষ প্রভাব পড়ে। রাশিগুলির কোন কোন দিকে কেমন প্রভাব পড়বে, তা জেনে নেওয়া যাক।
1/6বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, ১৪ জানুয়ারি মধ্যরাত্রিতে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন। উল্লেখ্য,জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের কৃপা যাঁদের ওপর থাকে, তাঁরা খুবই সফল হন জীবনে নানান দিক থেকে। মনে করা হচ্ছে, মকর সংক্রান্তিতে সূর্যের এই গোচরের ফলে বহু ব্যক্তিরই ভাগ্যোদয় হবে।
2/6বৈদিক জ্যোতিষ বলছে, বিশেষত ৪ রাশির ভাগ্যোদয় হতে চলেছে এই সূর্যের গোচরের ফলে। যদিও ১২ রাশিতে এর প্রভাব পড়বে, তবে মিথুন, বৃশ্চিক, কর্কট, মকর এই ৪ রাশিতে বিশেষ প্রভাব পড়ে। রাশিগুলির কোন কোন দিকে কেমন প্রভাব পড়বে, তা জেনে নেওয়া যাক।
3/6মিথুন- এই সময় আপনার মান সম্মান বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। গোচরের সময় নানান সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কমবে। কেরিয়ারে হবে উন্নতি।
4/6কর্কট- এই সময় জমি কিম্বা বাড়ি কিনতে পারেন। জমিতে বিনিয়োগ করতে পারেন। ধার্মিক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সঙ্গীর কথা অনুযায়ী ধনলাভ করতে পারেন। বৈবাহিক জীবন খুবই সুখের হবে এই সময়ে।ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
5/6বৃশ্চিক- ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো হবে। বহু সমস্যার মধ্যেও জয়ী হবেন আপনি। ধন সম্পত্তির সমস্যা থেকে ছুটি পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হতে পারবেন। এই পরীক্ষায় মিলতে পারে শুভ ফল।
6/6মকর- কোনও গুপ্ত শত্রু থাকলে তাঁর গোপন কাণ্ড কারখানার খবর পেতে পারেন। তাঁর হাত থেকে পেতে পারেন রেহাই। কোনও কাজে সাফল্য পেতে চাইলে ভালো করে পরিশ্রম করুন। পার্টনরের সঙ্গে সময় ভালো কাটবে। ধন সম্পত্তি লাভ কেউ রুখতে পারবে না। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। (ডিসক্লেমার: এই প্রতিবেদনের তথ্য, মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। )