বাংলা নিউজ > ভাগ্যলিপি > রাশি মেনে দান করুন কার্ত্তিক পূর্ণিমায়, সুখী হবে জীবন

রাশি মেনে দান করুন কার্ত্তিক পূর্ণিমায়, সুখী হবে জীবন

কার্তিক পূর্ণিমার দিনে দান ও স্নান অত্যন্ত গুরুত্ব বহন করে। এ বছর ৩০ নভেম্বর কার্তিক পূর্ণিমা। এ দিন কোনও নদী বা জলকুণ্ডে স্নান করে দান-পুণ্য করা অত্যন্ত শুভ মনে করা হয়। জ্যোতিষ মতে, কার্তিক মাসের পূর্ণিমায় যদি রাশি মেনে দান করা হয়, তা হলে গ্রহ অবস্থান মজবুত হয়। পাশাপাশি অন্যান্য সুফলও পাওয়া যায়।

অন্য গ্যালারিগুলি