কার্তিক পূর্ণিমার দিনে দান ও স্নান অত্যন্ত গুরুত্ব বহন করে। এ বছর ৩০ নভেম্বর কার্তিক পূর্ণিমা। এ দিন কোনও নদী বা জলকুণ্ডে স্নান করে দান-পুণ্য করা অত্যন্ত শুভ মনে করা হয়। জ্যোতিষ মতে, কার্তিক মাসের পূর্ণিমায় যদি রাশি মেনে দান করা হয়, তা হলে গ্রহ অবস্থান মজবুত হয়। পাশাপাশি অন্যান্য সুফলও পাওয়া যায়।
1/12মেষ- কার্ত্তিক পূর্ণিমায় গুড়দান করা শুভ। এতে জীবনের নানান সমস্যা দূর হয়।
2/12বৃষ- এই দিনে মিছরি দান করলে এই রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
3/12মিথুন- কার্ত্তিক পূর্ণিমার দিনে অবশ্যই সবুজ মুগ ডাল দান করবেন। এমন করলে দাম্পত্য জীবনে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
4/12কর্কট- মানসিক শান্তি লাভের জন্য চাল দান করা উচিত।
5/12সিংহ- মান-সম্মানে বৃদ্ধির জন্য গম দান করা উচিত।
6/12কন্যা- এই দিনে কন্যা রাশির জাতকরা গবাদি পশুকে সবুজ ঘাস খাওয়ালে জীবনের সমস্ত সমস্যা দূর হয়।
7/12তুলা- এদিন মেয়েদের অবশ্যই পায়েস দান করা উচিত। এমন করলে ঐশ্বর্য লাভ হয়।
8/12বৃশ্চিক- কার্ত্তিক পূর্ণিমায় গুড় ও ছোলা বাঁদরকে খাওয়ানো উচিত। এর ফলে শত্রুনাশ সম্ভব।
9/12ধনু- মন্দিরে অবশ্যই ছোলা দান করুন। কার্ত্তিক পূর্ণিমায় এমন করলে জীবনে সুখ লাভ সম্ভব হয়।
10/12মকর- এই রাশির জাতকদের কার্ত্তিক পূর্ণিমায় কম্বল দান করা উচিত। চাকরিতে বাধা দূর করার জন্য এই দান ফলদায়ী।
11/12কুম্ভ- কালো বিউলির ডাল অবশ্যই দান করবেন। এর ফলে ব্যবসায় আগত সমস্ত বাধা দূর হবে।
12/12মীন- এই রাশির জাতকরা হলুদ ও বেসনের তৈরি মিষ্টি অবশ্যই এ দিন দান করবেন। এর ফলে জীবনে কখনও অর্থের অভাব থাকবে না।