জ্যোতিষশাস্ত্র মতে, বলা হচ্ছে বহু ধরনের প্রভাব এই ... more
জ্যোতিষশাস্ত্র মতে, বলা হচ্ছে বহু ধরনের প্রভাব এই সময়কালে পড়তে চলেছে। বিভিন্ন রকমের প্রভাব এই সময় একাধিক রাশিতে পড়তে চলেছে। কোন রাশিতে সূর্যগ্রহণের প্রভাব কী হতে চলেছে, তা দেখে নেওয়া যাক।
1/5বহু বছর পর সূর্যগ্রহণের তারিখ ঘিরে এক বিরল সময়কালের কথা বলছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। বলা হচ্ছে, একই পক্ষের মধ্যে যেভাবে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রয়েছে, এবং তাদের মধ্যের ফারাক এত কম যে, তা মহাভারতের সময়কালের নানান বিষয়ের সঙ্গে মিল ধরে রেখেছে, বলে দাবি জ্যোতিষশাস্ত্রবিদ পণ্ডিত শিবপূজন চতুর্বেদীর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/5জ্যোতিষশাস্ত্র মতে, বলা হচ্ছে বহু ধরনের প্রভাব এই সময়কালে পড়তে চলেছে। বিভিন্ন রকমের প্রভাব এই সময় একাধিক রাশিতে পড়তে চলেছে। কোন রাশিতে সূর্যগ্রহণের প্রভাব কী হতে চলেছে, তা দেখে নেওয়া যাক।
3/5সূর্যগ্রহণের প্রভাব- একাধিক রাশিতে এই সময় নানান প্রভাব পড়বে। মেষ থেকে মীন রাশি গুলিতে কী কী প্রভাব পড়বে, দেখা যাক। মেষ- মহিলা রোগ জাঁকিয়ে বসতে পারে, বৃষ-সুখ দেখা যেতে পারে, মিথুন রাশিতে চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5সূর্যগ্রহণের প্রভাব বাকি রাশিতে- কর্কট রাশিতে রয়েছে ব্যথা, সিংহ রাশিতে শ্রীপ্রাপ্তি রয়েছে, কন্যা রাশির জাতক জাতিকারা ক্ষতির মুখে পড়তে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশিতে কিছু হানি হতে পারে। ধনু রাশিতে এই সময় কিছু লাভ রয়েছে, মকর রাশিতে রয়েছে সুখ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় মানহানি হতে পারে। মীন রাশিতে রয়েছে মৃত্যু তূল্য কষ্ট।(ছবি সৌজন্য এএফপি)
5/5সূর্যগ্রহণের সময়- ভারতীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ বেলা ২ টো ২৯ মিনিটে শুরু হবে। প্রায় ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে চলবে। এরপর সন্ধ্যে ৬ টা বেজে ৩২ মিনিটে তা সমাপন হবে। কলকাতা থেকে এই গ্রহণ অল্প কিছু সময়ের জন্য দেখা যাবে। (এই আলেখ্য মান্যতার ওপর আধারিত। )