কয়েকদিন পরেই মে মাসের সবথেকে বড় রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী ১৫ মে সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য সূর্যের মতো চমকাবে। এক মাস তাঁদের অর্থের কোনও অভাব হবে না। সূর্যের গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের অর্থলাভ হবে, তা দেখে নিন -
1/5আগামী ১৫ মে সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এক বছর পর বৃষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। ১৫ মে সকাল ১১ টা ৩২ মিনিটে ওই রাশিতে প্রবেশ করবেন। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।
2/5বৃষ রাশি- এক বছর পর বৃষ রাশিতেই গোচর হতে চলেছে সূর্যের। বৃষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনপ্রাপ্তি হতে চলেছে বৃষ রাশির জাতকদের। এতদিন যে কাজ আটকে ছিল, তা পূর্ণ হবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়তে চলেছে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। পারিবারিক জীবন সুখকর হবে। বিবাহিত জীবনে মাধুর্য বাড়বে।
3/5সিংহ রাশি- সূর্যের গোচরের ফলে সিংহ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির যে স্থানে সূর্যের গোচর হবে, তা সাফল্যের পথ প্রশস্ত করবে। যে সিংহ রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কোনও সুখবর পাবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হচ্ছে। উন্নতি হবে সিংহ রাশির জাতকদের। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কন্যা রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের জীবনে সাফল্যের যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির নবম স্থানে সূর্যের গোচর হবে, তাতে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে। যে কন্যা রাশির জাতকরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা সুখবর পাবেন। উচ্চশিক্ষায় বড় কোনও সাফল্য অপেক্ষা করে আছে। হবে ধনপ্রাপ্তি।
5/5কন্যা রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের জীবনে সাফল্যের যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশির নবম স্থানে সূর্যের গোচর হবে, তাতে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে। যে কন্যা রাশির জাতকরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা সুখবর পাবেন। উচ্চশিক্ষায় বড় কোনও সাফল্য অপেক্ষা করে আছে। হবে ধনপ্রাপ্তি।