Surya Rashi Parivartan March 2023: কয়েকদিন পরেই সূর্যের গোচর হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সেই গ্রহের রাজার রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বিভিন্ন ক্ষেত্রে তাঁরা লাভবান হবেন। কাদের ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/6আগামী ১৫ মার্চ সূর্য রাশি পরিবর্তন করতে চলেছেন। মীন রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। চাকরি ও ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত হবে।
2/6বৃষ রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। কারণ উচ্চপদস্থ আধিকারিকরা আপনার উপর প্রসন্ন হবেন। কর্মক্ষেত্রে আপনার সময় অনুকূল কাটবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যে সমস্যা চলছে, তা কেটে যাবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে।
3/6সিংহ রাশি- সূর্যের গোচরের ফলে সুখবর লাভ করবেন। ব্যবসায়ীরা অত্যন্ত লাভবান হবেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। নয়া কোনও কাজ শুরু করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের গোচরের ফলে পারিবারিক জীবন সুখকর হবে। আটকে থাকা কাজে গতি আসবে। সেই কাজ পূরণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6বৃশ্চিক রাশি- সূর্যের রাশি পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে এবং ব্যবসায় শুভ সময় কাটবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ব্যবসায়িক কাজে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। উচ্চপদস্থ আধিকারিকদের সান্নিধ্য লাভ করবেন। নয়া কোনও দায়িত্ব পাবেন বৃশ্চিক রাশির জাতকরা।
5/6ধনু রাশি- গ্রহের রাজা সূর্যের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকরা কর্মক্ষেত্রে লাভবান হবেন। উচ্চপদস্থ আধিকারিকদের সান্নিধ্য লাভ করবেন। নয়া কাজ শুরু করবেন ধনু রাশির জাতকরা। ব্যবসায় আচমকা লাভের সুযোগ মিলবে। সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।
6/6মীন রাশি- সূর্যের গোচরের ফলে মীন রাশির জাতকদের ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। যাঁরা চাকরি করেন, তাঁদের উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। বেতন বৃদ্ধি পাবে। ব্যবসায় আচমকা লাভের সুযোগ মিলবে। সার্বিকভাবে কর্মক্ষেত্র এবং ব্যবসায় লাভবান হবেন। বাড়িতে কোনও ধর্মীয় কাজ হতে পারে।