প্রায় শেষ হতে চলল এপ্রিল। মাত্র ৮৪ ঘণ্টা পড়ে আছে। তারপরই পড়ে যাবে মে। চলতি মাসের শেষ লগ্নে রাশি পরিবর্তন করবেন শনি। তাছাড়াও ইতিমধ্যে চলতি মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করেছেন। ওই ৮৪ ঘণ্টা কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
বৃষ রাশি
১) মায়ের সান্নিধ্য লাভ করবেন।
২) প্রতিযোগিতা পরীক্ষার ইন্টারভিউয়ে শুভ ফল লাভ করবেন।
৩) বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
৪) গাড়ি কিনতে পারেন।
৫) দাম্পত্য জীবন সুখকর হবে।
৬) লেখালেখির কাজে আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: ক্ষমা চেয়ে জীবনে ফিরে আসতে চাইবেন 'এক্স' - আজ কোন রাশির প্রেমজীবন কেমন কাটবে?
মিথুন রাশি
১) সম্পত্তি থেকে আয় বাড়বে।
২) মায়ের থেকে অর্থ লাভ হতে পারে।
৩) কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে।
৪) চাকরিতে বদলির সম্ভাবনা আছে।
৫) আয় বাড়বে।
৬) পারিবারিক জীবন সুখকর হবে।
৭) গাড়ি কিনতে পারেন।
কর্কট রাশি
১) আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।
২) চাকরিতে বদলির সুযোগ আছে। উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।
৩) উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে।
৪) মনে শান্তি থাকবে।
৫) আত্মীয়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
৬) সন্তানের থেকে সুখবর পাবেন।
৭) মা এবং পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: Surya Grahan 2022: সূর্যগ্রহণের আগে রাহু ও শনির গোচরে সমস্যায় পড়তে হবে বিভিন্ন রাশিকে, কাকে কাকে?
সিংহ রাশি
১) মনে শান্তি এবং প্রসন্নতা থাকবে।
২) শিক্ষা সংক্রান্ত কাজে সুখকর ফল পাবেন।
৩) গবেষণা সংক্রান্ত কাজের জন্য অন্যত্র কোথাও যেতে পারে।
৪) চাকরিতে আধিকারিকদের সহযোগিতা পাবেন। চাকরিতে বদলি হতে পারে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে।
৫) আয় বাড়বে। সঞ্চিত অর্থ বাড়বে।
৬) বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।