২০২৩-এর পঞ্চায়েত ভোটের লক্ষ্যে ডায়মন্ড হারবারবাসীকে পানীয় জল নিয়ে একগুচ্ছ আশ্বাস দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ডায়মন্ড হারবার যে সমস্ত বুথে গত লোকসভা নির্বাচনে তৃণমূল ভোট পায়নি সেই সমস্ত বুথে আগে পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ। পাশাপাশি আগামী দিনে ডায়মন্ড হারবার দেশের মডেল হয়ে উঠবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
গতকাল বজবজে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প বর্ধিতকরণের উদ্বোধনে গিয়ে অভিষেক বলেন, ‘ডায়মন্ড হারবারে প্রতিটি বাড়িতে ২০২৪ সালের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘যে বুথে আমি হেরেছি সেই বুথে আগে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। আর যে বুথে জিতেছি সেই বুথে তো জলের লাইন দেবই। যারা ভোট দিয়েছেন তাদেরও যেমন পরিষেবা দেবো, তেমনি যারা ভোট দেননি তারাও পরিষেবা থেকে বাদ যাবে না।’ ডায়মন্ড হারবারের প্রতিটি বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার জন্য ৮৮৪ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে বলে এদিন জানান তৃণমূল সাংসদ। যারা তৃণমূলকে ভোট দেননি তাদের বাড়িতে আগে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এদিন অভিষেক পুরকর্মীদের নির্দেশ দেন।
২১ জুলাইয়ের শহিদ স্মরণের সভা থেকে রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিষেক। এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে একই অভিযোগ এনে সরব হন তিনি বলেন, ‘বিজেপি বাংলায় ভোট এনেছে তাই বদলা নেওয়ার জন্য মানুষকে বাংলাকে বঞ্চিত করছে। তবে বাংলার মানুষের পেটে যে লাথি মারা যাবে না তা ওদের জেনে রাখা উচিত।’ একই সঙ্গে পানীয় জলের কাজ যে কোনওভাবেই আটকানো যাবে না তা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সংসদ। তিনি বলেন, ‘কেউ যদি পানীয় জলের কাজ আটকানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে মামলা করে জেলে ভরে দিন। কেউ কিছু করলে আমার কাছে খবর আসতে দেরি হবে না।’