বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Additional Trains from Sealdah during Durga Puja: পুজোর রাতে শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ট্রেন, কোন শাখার লোকাল কখন ছাড়বে?

Additional Trains from Sealdah during Durga Puja: পুজোর রাতে শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ট্রেন, কোন শাখার লোকাল কখন ছাড়বে?

শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-বজবজের মতো শাখায় দুর্গাপুজোর অতিরিক্ত ট্রেন চালানো হবে। (বাঁদিকের ছবিটি পিটিআই প্রতীকী, ডানদিকের ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

Additional Trains from Sealdah during Durga Puja: শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-বজবজের মতো শাখায় দুর্গাপুজোর অতিরিক্ত ট্রেন চালানো হবে।

দুর্গাপুজোর জন্য শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। পঞ্চমী থেকেই শুরু হয়েছে সেই পরিষেবা।  চলবে নবমীর রাত (৪ অক্টোবর/৫ অক্টোবর) পর্যন্ত। সব স্টেশনেই দাঁড়াবে সেই ট্রেন। কোন লাইনে অতিরিক্ত ট্রেন চলবে, কখন প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে, তা দেখে নিন -

  • শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা লোকাল: এবারের দুর্গাপুজোয় (পঞ্চমী থেকে নবমীর রাত) একজোড়া অতিরিক্ত শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা লোকাল চালাচ্ছে পূর্ব রেল। রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১১ টা ৪৫ মিনিট রানাঘাট থেকে ছাড়বে সেই ট্রেন।
  • শিয়ালদা-নৈহাটি-শিয়ালদা লোকাল: দু'জোড়া শিয়ালদা-নৈহাটি-শিয়ালদা লোকাল চালানো হবে। শিয়ালদা থেকে রাত ১ টা ৪৫ মিনিট এবং রাত ২ টো ৩০ মিনিটে ছাড়বে। আবার রাত ১২ টা ২৫ মিনিট এবং রাত ২ টো ৫৫ মিনিটে নৈহাটি থেকে ছাড়বে দুটি ট্রেন।
  • শিয়ালদা-বনগাঁ-শিয়ালদা লোকাল: দুর্গাপুজো উপলক্ষ্যে রাতে একজোড়া বাড়তি লোকাল ট্রেন শিয়ালদা-বনগাঁ শাখায়। রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে একটি ট্রেন ছাড়বে। রাত ১১ টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে একটি ট্রেন।

আরও পড়ুন: Kolkata Metro timing Durga Puja 2022: ষষ্ঠী থেকে ত্রয়োদশী - কখন ছাড়বে শেষ মেট্রো? পরিষেবা কখন শুরু হবে? রইল পুরো সূচি

  • শিয়ালদা-ডানকুনি-শিয়ালদা লোকাল: দুর্গাপুজোর জন্য একজোড়া বাড়তি ট্রেন পেয়েছে শিয়ালদা-ডানকুনি শাখা। রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। ডানকুনি থেকে ছাড়বে রাত ১২ টা ২৫ মিনিটে।
  • রানাঘাট-বনগাঁ-রানাঘাট লোকাল: রাত ১০ টায় রানাঘাট থেকে একটি ট্রেন ছাড়বে। বনগাঁ থেকে ছাড়বে রাত ৯ টা ৫৮ মিনিটে।
  • শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা লোকাল: দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদা ডিভিশনে সর্বাধিক অতিরিক্ত লোকাল ট্রেন পেয়েছে বারুইপুর। তিন জোড়া ট্রেন চালানো হবে। শিয়ালদা থেকে ছাড়বে যথাক্রমে দুপুর ৩ টে ২০ মিনিটে, রাত ১২ টা ৩০ মিনিটে এবং রাত ২ টো ২০ মিনিটে। বিকেল ৪ টে ৩৮ মিনিটে, রাত ১ টা ২৫ মিনিটে এবং রাত ৩ টে ১০ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে।
  • শিয়ালদা-বজবজ-শিয়ালদা: দুর্গাপুজোয় শিয়ালদা-বজবজ শাখায় অতিরিক্ত একজোড়া লোকাল ট্রেন চালানো হবে। রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বজবজ থেকে ছাড়বে রাত ১১ টা ৩০ মিনিটে।

বিশেষ দ্রষ্টব্য

  • সপ্তমী (২ অক্টোবর), অষ্টমী (৩ অক্টোবর), নবমী (৪ অক্টোবর), দশমী (৫ অক্টোবর) এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় (৯ অক্টোবর) দুপুর ২ টো পর্যন্ত (প্রান্তিক স্টেশন থেকে) সব লোকাল ট্রেন রবিবারের মতো চলবে। দুপুর ২ টোর পর থেকে যে ট্রেন ছাড়বে, সেগুলি সব স্টেশনে দাঁড়াবে।
  • সপ্তমী (২ অক্টোবর), অষ্টমী (৩ অক্টোবর), নবমী (৪ অক্টোবর), দশমী (৫ অক্টোবর) এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় (৯ অক্টোবর) ছ'টি মাতৃভূমি লোকাল-সহ ১৩ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন: Rain Forecast in Bengal during Durga Puja: ষষ্ঠী থেকে নবমী - রাজ্যের ২৩ জেলায় কতটা বৃষ্টি হবে? পুরোটা জানাল আবহাওয়া অফিস

  • সপ্তমী (২ অক্টোবর), অষ্টমী (৩ অক্টোবর), নবমী (৪ অক্টোবর), দশমী (৫ অক্টোবর) এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় (৯ অক্টোবর) বিকেল ৫ টা ৩৫ মিনিটে শিয়ালদা-বারুইপুর প্যাসেঞ্জার স্পেশাল ছাড়বে। যা ৩৪৩৩২ বারুইপুর-লক্ষ্মীকান্তপুর লোকালের সঙ্গে কানেক্টিং হবে।

বন্ধ করুন