ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মাইনাস টু হয়ে গেল। আবার ডাকলে মাইনাস ফোর হবে। অর্থাৎ তাঁর বিরুদ্ধে যে কোনও আর্থিক কেলেঙ্কারি করার প্রমাণ নেই সেটা চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে বেআইনিভাবে আর্থিক লেনদেন হতো বলে আজ, রবিবার আবার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী তার প্রামাণ্য নথি রয়েছে বলেও দাবি করেন। তবে আশ্চর্যজনকভাবে এই ইস্যুতে তুলে আনলেন সিপিএমের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কথা। সুতরাং সিপিএমের সঙ্গে বিজেপির গোপন আঁতাত নিয়ে চর্চা শুরু হয়ে গেল।
ঠিক কী বলেছেন অভিষেক? এদিকে দু’দিন আগেই ইডি ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখান থেকে বেরিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার শীর্ষ পদে থাকার কথা স্বীকার করে নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে তার আগে জনসভা থেকে বলেছিলেন ওই সংস্থা তাঁর। কিন্তু তাঁর কথায়, ‘সংবাদমাধ্যম এমনভাবে দেখাচ্ছে যেন এসএসসি নিয়োগ দুর্নীতির সব টাকা লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে ঢুকেছে। ১০ পয়সা লেনদেনের প্রমাণ করে দেখান। লিপস অ্যান্ড বাউন্ডসে নিয়োগ দুর্নীতির কোনও টাকা ঢুকে থাকলে প্রমাণ দিন। এই কোম্পানির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগাযোগ নেই।’
ঠিক কী বলেছেন শুভেন্দু? কিন্তু শুভেন্দু অধিকারী আক্রমণ করতে ছাড়েননি। এদিন তিনি জানান, লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে অনেক আগে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব তুলে ধরেছিলেন। বিরোধী দলনেতা আজ বলেন, ‘আমি অনেক নথি জমা দিয়েছি। ওই কোম্পানিতে জেট এয়ারওয়েজের টাকা ঢুকেছে। সুভাষ আগরওয়ালের হাত দিয়ে কয়লার টাকা ঢুকেছে। বৈদিক ভিলেজের মালিক দেড় কোটি টাকা ঢুকিয়েছে। এগুলির প্রামাণ্য নথি রয়েছে। কোম্পানির সঙ্গে জড়িতদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে বলা হয়েছে। জমা দিলেই অভিযোগের সত্যতা প্রমাণ হবে।’
আরও পড়ুন: নবান্ন থেকে চিঠি গেল ১১টি বিশ্ববিদ্যালয়ে, জরুরিভিত্তিতে বৈঠকে ডাকা হয়েছে
আর কী জানা যাচ্ছে? এই কোম্পানির সঙ্গে যাঁরা যুক্ত—ডিরেক্টর, সিইও–সহ সকলের সম্পত্তির খতিয়ান তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। যাকে গ্রেফতার করেছে ইডি। রবিবার নন্দীগ্রামে জানকিনাথ মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তারপর রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।