উদ্বেগের ব্যাপার। এবার সিপিএম নেত্রীর বাড়ির চত্বরেই মিলেছে পরিত্যক্ত সুটকেস। আর সেই সুটকেসকে ঘিরে ভয়াবহ বোমাতঙ্ক। রাজারহাটের নইপুকুর এলাকার ঘটনা। সিপিএম নেত্রী অপর্ণা গুপ্তের বাড়ির চৌহদ্দিতে এই ঘটনাকে ঘিরে একেবারে তীব্র আতঙ্ক এলাকায়।
এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় জেলায় বোমের দেখা মিলছে। আর সেই বোমাতঙ্ককে এদিন কয়েকগুণ বাড়িয়ে দিল পরিত্য়ক্ত সুটকেস। কিন্তু প্রশ্ন উঠছে ওখানে সুটকেসটা এল কীভাবে?
বিগতদিন তিনি এই বাড়িতে মাঝেমধ্যে থাকতেন। বর্তমানে সেখানে অন্য এক মহিলা একাই থাকেন। একটা সময় অপর্ণা গুপ্ত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। রাস্তার ধারের ওই বাড়িতে তিনি আপাতত থাকেন না। এদিকে কাছেই সিপিএমের পার্টি অফিস রয়েছে। সেখান দিয়ে অনেকেই যাতায়াত করেন।তবে কি কোনও অসৎ মতলব নিয়ে ওখানে সুটকেসটি কেউ রেখেছিল? কীভাবে জানাজানি হল বিষয়টি?
আসলে বাড়িতে যিনি থাকেন তিনিই প্রথমে সুটকেসটি দেখতে পান। কিন্তু ওখানে সুটকেস এল কীভাবে? এরপরই তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন। বাসিন্দারা এরপর পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কোনও ঝুঁকি না নিয়ে বোম্ব স্কোয়াডও এলাকায় যায়।
পরে ওই পরিত্যক্ত সুটকেসটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, সুটকেসটি থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায় নি। কিন্তু কীভাবে সুটকেসটি ওখানে এল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে কি নিছক আতঙ্ক ছড়ানোর জন্য়ই এই পরিকল্পনা করা হয়েছিল?
সামনেই পঞ্চায়েত ভোট। জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা, অস্ত্র। তার মধ্যেই সামনে এল পরিত্যক্ত সুটকেস। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বগদাদনগর হোগলা বাড়ি নিমতলা মোড় এলাকায় একটি পরিত্যক্ত এলাকা থেকে এদিন দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই উদ্ধার হচ্ছে বোমা, বারুদ।