বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলাদেশ সীমান্তে দুই সহকর্মীকে গুলি করে খুন, পরে আত্মসমর্পণ BSF কনস্টেবলের

বাংলাদেশ সীমান্তে দুই সহকর্মীকে গুলি করে খুন, পরে আত্মসমর্পণ BSF কনস্টেবলের

 বাংলাদেশ সীমান্তে দুই সহকর্মীকে গুলি করে খুন বিএসএফ কনস্টেবলের (ছবিটি প্রতীকী, টুইটার @BSF_SOUTHBENGAL)

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।

ভারত-বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। গুলি করার পরই আত্মসমর্পণ করেন অভিযুক্ত কনস্টেবল। ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের।

আরও পড়ুন : সুশান্তের মৃত্যু : কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের

বিএসএফের তরফে জানানো হয়েছে, গতরাতে ভাতুন গ্রাম পঞ্চায়েতের মালদাখণ্ড সীমান্তে মোতায়েন ছিলেন ওই তিন বিএসএফ জওয়ান। তাঁরা সীমান্তরক্ষী বাহিনীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ন সদস্য। রাত সাড়ে তিনটে নাগাদ কনস্টেবল অনুজ কুমার এবং ইন্সপেক্টর মহিন্দার সিং ভাট্টিকে লক্ষ্য করে গুলি চালান উত্তম সূত্রধর। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই দুই জওয়ান। গুলির আওয়াজ পেয়ে অন্য জওয়ানরা সেখানে গেলে আত্মসমর্পণ করেন উত্তম। যিনি কনস্টেবল পদে কর্মরত। 

আরও পড়ুন : ‘২০০৫-এর পর এরকম দেখা যায়নি’, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, জারি লাল সতর্কতা

তবে কী কারণে উত্তম দুই সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন, তা স্পষ্ট নয়। কয়েকজন জওয়ান জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চুপচাপ ছিলেন উত্তম। তেমন কথাবার্তাও বলতেন না। পুরো ঘটনার তদন্ত করেছে পুলিশ এবং বিএসএফ। রায়গঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন : অযোধ্যায় করোনা আক্রান্ত আরও এক পুরোহিত, 'চিন্তিত' প্রধান পুরোহিত

বন্ধ করুন