বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Calcutta High Court: বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল বেআইনি দখল মুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট

Calcutta High Court: বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল বেআইনি দখল মুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

হাইকোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছে, জেলাশাসকের গঠিত দল আগামী দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের ওই ভবনের সীমানা চিহ্নিত করবে। সেখানে থাকা যাবতীয় বেআইনি নির্মাণ ভাঙা শুরু করবে।

বাঁকুড়ার অন্যতম হেরিটেজ ভবন এডওয়ার্ড মেমোরিয়াল হল ভবন থেকে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ভবনে বেআইনি নির্মাণের বিরুদ্ধে একটি মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। হেরিটেজ ভবনের এলাকা নির্দিষ্ট করে সেখানে থাকা যাবতীয় বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে বলেছে আদালত। জেলাশাসককে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

বেঞ্চ নির্দেশ দিয়েছে, জেলাশাসকের গঠিত দল আগামী দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের ওই ভবনের সীমানা চিহ্নিত করবে। সেখানে থাকা যাবতীয় বেআইনি নির্মাণ ভাঙা শুরু করবে। মামলার পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশ কতটা কার্যকরী করা হল তার রিপোর্ট দিতে বলা হয়েছে। ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতে পুরসভা আধিকারিকদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, রানি ভিক্টোরিয়ার প্রথম পুত্র অ্যালবার্ড এডওয়ার্ডের স্মরণে বাঁকুড়া সদরে তৈরি করা হয় এডওয়ার্ড মেমোরিয়াল হলটি। রাজ্য হেরিটেজ কমিটি এই হলটিকে হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত করেছে। ইন্দো-ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে তৈরি এই হলের প্রবেশদ্বারের শীর্ষে একটি অশোক স্তম্ভ রয়েছে।

(পড়তে পারেন। SSKM–এ রোবোটিক অপারেশন, বিশেষ প্রশিক্ষণ পাবেন চিকিৎসকরা)

মামলাকারী সংগঠন বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজের অভিযোগ, হেরিটেজ ভবনের একাংশ দখল করে বর্তমানে স্টাফ কোয়ার্টার ও একাধিক পাকা স্টল নির্মান করেছে খোদ বাঁকুড়া পুরসভা। ভবনের অন্য অংশ দখল করে রেখেছে বাম সরকারি কর্মচারিদের সংগঠন।

মামলার প্রেক্ষিতে জেলা ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার অধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। সেই রিপোর্টে বেআইনি দখলদারির কথা বলা হয়। ওই রিপোর্টের উপর ভিত্তি করে বেআইনি দখলদার সরাতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই কাজে কতটা অগ্রগতি হল তারও রিপোর্ট দিতে বলা হয়েছে হাইকোর্টে।

বন্ধ করুন