বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঝাড়গ্রাম রাজবাড়ি, কেমন ব্যবস্থা থাকছে?‌

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঝাড়গ্রাম রাজবাড়ি, কেমন ব্যবস্থা থাকছে?‌

ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই মুখ্যমন্ত্রীর আপ্যায়নে কোনও খামতি রাখা হবে না। তিনি জঙ্গলমহলের মানুষের জন্য অনেক কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সবরকমের ব্যবস্থাও করছে জঙ্গলমহলের মানুষ।

আগামীকাল মঙ্গলবার বীরসা মুণ্ডার জন্মদিন। তাই ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে তিনি ঝাড়গ্রাম রাজবাড়িতেই থাকবেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ঝাড়গ্রাম রাজবাড়িতে সাজসাজ রব। তাঁর আপ্যায়নে থাকছে দেশি মুরগির ডিম এবং পোস্তর বড়া। এমনকী মুখ্যমন্ত্রীর পছন্দের সমস্ত খাবার রাখার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী রাজবাড়ির সুবর্ণরেখা অংশে থাকবেন। রাজবাড়ি চত্বর সাজানো হয়েছে। নতুন করে রংও করা হচ্ছে।

ঠিক কী জানা যাচ্ছে?‌ মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট লজের ম্যানেজার নিমাই ঘটক বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর এখানে রাত্রিযাপন করার কথা রয়েছে। তাই রাজবাড়িতে এখন উৎসবের মেজাজ। মুখ্যমন্ত্রীর পছন্দের সমস্ত ধরনের খাবার রাখা থাকছে। একইসঙ্গে রাজবাড়ির নিরাপত্তার জন্য চারপাশে প্যান্ডেল করে ঘিরে দেওয়া হয়েছে’‌।

কেন এই জেলা সফর?‌ মুখ্যমন্ত্রী সারা বছর নানা জেলায় সফর করে থাকেন। কিন্তু এখন দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকেই বুথ স্তরে বৈঠকও শুরু হয়েছে। বীরসা মুণ্ডার জন্মদিনে মুখ্যমন্ত্রী আসবেন বলে খুশি জঙ্গলমহলের মানুষজন। শুধু প্রশাসন নয়, আদিবাসী সমাজের মানুষও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই মুখ্যমন্ত্রীর আপ্যায়নে কোনও খামতি রাখা হবে না। তিনি জঙ্গলমহলের মানুষের জন্য অনেক কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সবরকমের ব্যবস্থাও করছে জঙ্গলমহলের মানুষ।

কী জানা যাচ্ছে রাজবাড়ি থেকে?‌ রাজবাড়ি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পোস্তর বড়া খেতে ভালবাসেন। আগেরবার এসেও তিনি খেয়েছিলেন। আর মুড়ি, চিঁড়ে, বাদাম ভাজাও রাখা হবে। তবে মুখ্যমন্ত্রী যা খেতে চাইবেন, সেই পদই তৈরি করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর আপ্যায়নে কোনও ত্রুটি রাখা হবে না। তাঁর আসার অপেক্ষায় সেজে উঠছে রাজবাড়ি ও বেলপাহাড়ি। মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই রাজবাড়িতে এসে থাকেন। তাঁর জন্য সমস্ত ধরনের খাবারের ব্যবস্থাও রাখা হচ্ছে।’‌

বন্ধ করুন