বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Howrah Violence: ‘নবি কাউকে কষ্ট দেননি’, আগুনের মধ্যে শান্তির বার্তা পিরজাদার, ভাইরাল ভিডিয়ো

Howrah Violence: ‘নবি কাউকে কষ্ট দেননি’, আগুনের মধ্যে শান্তির বার্তা পিরজাদার, ভাইরাল ভিডিয়ো

হাওড়ার হিংসার মধ্যে শান্তির বার্তা দিলেন পিরাজাদা। (ছবি সৌজন্যে পিটিআই এবং ভিডিয়ো) 

বিদ্বেষের আগুনে জ্বলছিল হাওড়া। সেখানে শান্তির বার্তা দিলেন পিরজাদা। হাতজোড় করে বললেন, ‘লেন, ‘আপনারা কি আইন হাতে তুলে দেবেন? আপনারা প্রিয় নবিকে ভালোবাসেন তো? আমায় একটা (উদাহরণ) দেখিয়ে দিন, যেখানে একবারের জন্য, একটা কাজের জন্যও অন্য লোকেদের কষ্ট দিয়েছেন।’

কেউ কেউ উস্কানি দিয়েছেন। জ্বালিয়েছেন আগুন। ছড়িয়েছেন হিংসা। সেই হিংসা রুখতে এগিয়ে এলেন মুসলিম সমাজের ধর্মগুরুরা। হিংসার পথ ছেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিলেন পিরজাদারা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনের বার্তা দিলেন তাঁরা।

তেমনই একজন হলেন পিরজাদা সানাউল্লা সিদ্দিকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় তাঁকে হিংসা রোখার আহ্বান করতে শোনা গিয়েছে। তিনি বলেন, ‘আপনারা কি আইন হাতে তুলে দেবেন? আপনারা প্রিয় নবিকে ভালোবাসেন তো? আমায় একটা (উদাহরণ) দেখিয়ে দিন, যেখানে একবারের জন্য, একটা কাজের জন্যও অন্য লোকেদের কষ্ট দিয়েছেন। এই যে আজ এই লোকগুলো আছেন, তাঁদের মধ্যে হাসপাতালের লোক আছেন, ডাক্তাররা আছেন। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আছেন। পরীক্ষার্থীরা আছেন। আমাদের বাড়ির লোকেরা থাকলে কষ্ট হত না?’

হজরত মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে অশান্ত হয়ে উঠেছে হাওড়া। প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলেছে। রাস্তায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তির ক্ষতি এবং পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন: LIVE Bengal News: পয়গম্বর বিতর্কের আঁচ এবার বড়ঞায়, অবরোধ রাজ্য সড়ক

সেই পরিস্থিতিতে পিরজাদা সানাউল্লা সিদ্দিকি বলেন, ‘আপনাদের হাতজোড় করে বলছি, আপনার অবরোধ করবেন না। আপনারা পিটিশন দাখিল করুন। এফআইআর দায়ের করুন। আজ একজন আমাদের দেশের কুলাঙ্গারের জন্য পাঁচজন হিন্দুকে খারাপ বলতে পারি না। আজ একটা মুসলিম ব্যক্তি দোষ করলে পাঁচজন মুসলমানকে খারাপ বলতে পারেন না হিন্দু ভাইয়েরা। আমাদের দেশকে আমরা যদি নোংরার দিকে ঠেলে দিই; আমার দেশের সংবিধান, আমাদের দেশের আইনকে যদি আমরা না মানি, কোন দেশের লোক মানবেন? হিন্দু ভাইয়েরাও নবিকে ভালোবাসেন।’

বন্ধ করুন