বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বালুর গাড়িতে পাথরের গাড়ির ধাক্কা, অল্পের জন্য রক্ষা মন্ত্রীর

বালুর গাড়িতে পাথরের গাড়ির ধাক্কা, অল্পের জন্য রক্ষা মন্ত্রীর

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 

সংঘর্ষের অভিঘাতে মন্ত্রীর গাড়ির পিছন দিক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রীকে অন্য গাড়িতে তুলে রওনা হন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁর কোনও আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন জ্যোতিপ্রিয়বাবু নিজে।

পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার রাতে দেগঙ্গার কাছে টাকি রোডে তাঁর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি পাথর বোঝাই ট্রাক। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রীর তেমন কোনও আঘাত লাগেনি।

সোমবার নিজের বিধানসভা কেন্দ্রে বাণীপুর লোক উৎসবে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। রাতে বেলিয়াঘাটা হয়ে ফিরছিলেন কলকাতায়। মন্ত্রীর কনভয় যখন টাকি রোডে নুরনগর ও দেগঙ্গার মধ্যে ছুটছে তখন তাঁর কনভয়ে ঢুকে পড়ে একটি পাথর বোঝাই ১০ চাকার ট্রাক। ট্রাকটি মন্ত্রীর গাড়িকে সজোরে পিছন থেকে ধাক্কা মারে। তাতে কিছুটা চমকে ওঠেন মন্ত্রী।

সংঘর্ষের অভিঘাতে মন্ত্রীর গাড়ির পিছন দিক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রীকে অন্য গাড়িতে তুলে রওনা হন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁর কোনও আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন জ্যোতিপ্রিয়বাবু নিজে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ বাহিনী। ট্রাকটিকে আটক করে তারা। ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায় তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন